চলতি হিসাব
চলতি হিসাব (Current Account) : যে হিসাবের মাধ্যমে ব্যাংক চলাকালীন সময়ে (Banking Hour) যতবার ইচ্ছা অর্থ জমা রাখা ও টাকা উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব চলে। সাধারণতঃ ব্যবসায়ী ও শিল্পপতিরা এ হিসাব খুলে থাকেন। যেহেতু ব্যবসায়ী ও শিল্পপতিরা তাদের প্রয়োজনে যে কোন সময়ে অর্থ উত্তোলন করতে চান এজন্য সাধারণতঃ চলতি হিসাবের স্থিতির উপর কোন লাভ/সুদ দেয়া হয় না। তবে বর্তমানে কিছু কিছু ব্যাংক এ হিসাবেও খুব কম হারে লাভ/সুদ প্রদান করছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions