গুগলে সার্চ করার নিয়ম
সার্চ ইঞ্জিনের ফাইন্ড বক্সে ব্যবহারকারী যা লিখে এন্টার চাপলে সে সম্পর্কিত বিভিন্ন ওয়েবপেজের লিংকের তালিকা প্রদর্শিত হয়। তালিকা থেকে যেটিতে ক্লিক করা হয় সেটির ওয়েবপেজ ওপেন হয়।
এডভান্সড সার্চিং টেকনিক
সার্চের আগেই ঠিক করে নিতে হয় ঠিক কোন ধরনের তথ্য পেতে চান। তার ওপর ভিত্তি করে বেছে নিতে হয় সার্চ ইঞ্জিন। এবার সার্চের জন্য প্রয়োজনীয় কী-ওয়ার্ড লিখে সার্চ করম্নন। ফলাফল যদি অপর্যাপ্ত হয় তবে খেয়াল রাখবেন হয়তো আপনি সার্চ ইঞ্জিন বাছাইয়ে ভুল করেছেন অথবা আপনার কী-ওয়ার্ডগুলো আপনার চাহিদা পূরণের জন্য যথার্থ নয়। আর যদি অসংখ্য ফলাফলের মধ্যে কাঙ্খিত ফলাফল পেয়ে থাকেন, তবে আপনার সার্চকে আরো সুনির্দিষ্ট করম্নন, অপ্রয়োজনীয় তথ্য বাদ দেওয়ার চেষ্টা করুন, সার্চ ইঞ্জিনের এ্যডভান্সড সার্চ টুলস ব্যবহারের চেষ্টা করুন। কাঙ্খিত ফলাফল আসবে।
এসব কাজের জন্য সার্চ ইঞ্জিনগুলোতে এ্যডভান্সড সার্চের সুবিধা নিয়ে খুব দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা যায়। গুগলের হোম পেজের সার্চিং টেক্সট বক্সের ডানপাশে Advanced Search এ ক্লিক করুন। এ্যডভান্সড সার্চের বিভিন্ন অপশন সমন্বিত একটি পেজ ওপেন হবে। এবার আপনার প্রয়োজনমতো অপশন নির্বাচন করে সার্চিং করুন।
দ্রুত সার্চিং টিপস
ইন্টারনেটে তথ্য খুঁজে বের করলেই চলবে না বরং এ খোঁজার প্রক্রিয়াটি হওয়া চাই দ্রুত। অনেক সময়ই দেখা যায় কোন একটি বিষয়ে সার্চ করলে প্রচুর জবাব পাওয়া যায়। এগুলোর অনেকগুলোই অপ্রয়োজনীয়। সবগুলো লিঙ্ক সার্চ করতে গেলে প্রচুর সময়ের অপচয় হয় এবং ধৈর্য্যচ্যূতিও ঘটে। দ্রুত সার্চিংয়ের জন্য বেশ কিছু স্পেশাল চিহ্ন ও ক্যারেক্টার ব্যবহার করে স্বল্প সময়ে সর্বোৎকৃষ্ট সন্ধান পাওয়া যায়।
ডাবল কোটেশন (" ") চিহ্ন ব্যবহার করে সার্চিং
এ চিহ্নটি ব্যবহার করে কোনো বিষয়ের কার্যকর এবং সুনির্দিষ্টভাবে সার্চ করা যায়। আপনি যে বিষয়ের উপর জানতে চাচেছন সেটি কোটেশন চিহ্নের মধ্যে রাখা হলে সার্চ ইঞ্জিন কোটেশনের পুরো লাইন বা একাংশকে খুঁজবে, সে লাইনের ভাঙা অংশ ধরে খুঁজবে না। ধরা যাক, আপনি লন্ডন মিউজিয়াম সম্পর্কে জানতে চান- সেজন্য সার্চিং টেক্সট বক্সে ’’London museum” লিখে সার্চ করুন। খুব দ্রুত লন্ডন মিউজিয়াম সম্পর্কিত তথ্য যেসব ওয়েবসাইটে রয়েছে শুধু সেগুলোর তালিকা আপনার সামনে হাজির হবে, এবার তালিকা থেকে কাঙ্খিত সাইটে ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন।
প্লাস চিহ্ন (+) ব্যবহার করে সার্চিং
+ চিহ্ন ব্যবহার করলে সার্চ ইঞ্জিন বুঝবে কোনো পেইজে সে শব্দ অবশ্যই থাকতে হবে। অর্থাৎ কোনো বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক অন্য কোনো বিষয়ের তথ্য পাওয়া যায়। যেমন- History লিখে সার্চ করলে বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস সম্পর্কিত ওয়েব সাইটের তালিকা দেখাবে, কিন্তু Bangladesh + History লিখলে বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত ওয়েবপেজের তালিকা পাওয়া যাবে।
মাইনাস চিহ্ন (-) ব্যবহার করে সার্চিং
এ চিহ্নটি ব্যবহার করে কোনো বিষয়ের সাথে অপ্রাসঙ্গিক অন্য কোনো বিষয়কে (যেটি আপনার প্রয়োজন নেই) বাদ দিতে পারেন। এতে করে অপ্রাসঙ্গিক কোনো বিষয়ের বাহুল্যতা বর্জন করে দ্রুত সার্চ করা যায়। ধরুন, আপনি Health লিখে সার্চ করলে অনেকগুলো স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইটের লিঙ্ক পাবেন। কিন্তু যদি শুধু মহিলাদের স্বাস্থ্য সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে Health - men অর্থাৎ পুরম্নষদের স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইটগুলোকে বাদ দিয়ে সার্চ ইঞ্জিন শুধুমাত্র মহিলাদের স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইটগুলোর তালিকা প্রদর্শন করবে।
OR ব্যবহার করে সার্চিং
বুলিয়ান সেনটেন্স OR ব্যবহার করে খুব সহজে সার্চিং করা যায়। আপনি আমেরিকা কিংবা কানাডায় একটি ভালো চাকরি খুঁজছেন সেক্ষেত্রে Job America OR Canada লিখে সার্চ করুন। আমেরিকা অথবা কানাডার জব সংক্রান্ত ওয়েব সাইটগুলোর তালিকা আপনার সামনে চলে আসবে।
AND ও NOT ব্যবহার করে সার্চিং
AND এর ব্যবহার অনেকটা + চিহ্নের মতোই। যেমন- আপনি একসঙ্গে প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে জানতে চাচেছন- তাহলে লিখুন Animals AND Plants, এবার সার্চ করুন। NOT এর ব্যবহার অনেকটা - চিহ্নের মতো।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions