এমআরআই কি
এম আর আই (MRI)
এম আর আই এর অর্থ হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইম্যাজিং (Magnetic Resonance Imaging)। এম আর আই যন্ত্রে শক্তিশালী চৌম্বকক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের কোনো স্থানের বা অঙ্গের বিসত্মৃত প্রতিবিম্ব গঠন করা হয়। নিউক্লিয় চৌম্বক অনুনাদের ভৌত এবং রাসায়নিক নীতির উপর ভিত্তি করে এই যন্ত্র কাজ করে থাকে। এম আর আই হলো একটি কৌশল যা শরীরের যে কোনো অঙ্গের (নরম ও সংবেদনশীল) পরিষ্কার ও বিসত্মারিত ছবি তুলতে পারে। এটি শরীরের যে কোনো অঙ্গের জন্য ব্যবহার করা হলেও মস্তিষ্ক, পেশি এবং টিউমার শনাক্ত করার ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়। এম আর আই-এ চৌম্বক ক্ষেত্রকে কাজে লাগানো হয়। চৌম্বকক্ষেত্র মানব শরীরে যে পানি আছে তাকে বিশেষ পদ্ধতিতে চৌম্বকায়িত করে। শরীরের এই চৌম্বকায়িত অংশ চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন সাধন করে এবং এর উপর ভিত্তি করে ত্রিমাত্রিক ছবি তুলে আনে, যেগুলো শরীরের ঐ অংশের সকল বৈশিষ্ট্যকে ফুটিয়ে তোলে। পায়ের গোড়ালির মচকানো এবং পিঠের ব্যাথায় এম আর আই ব্যবহার করে জখমের আঘাতের তীব্রতা নির্ণয় করা হয়। সিটি স্ক্যানের মতোই MRI দ্বারা ব্রেইন টিউমার বা অন্যকোনো রোগ শনাক্ত করা যায়। এমআরআই-এ টিউমার আছে বলে প্রতীয়মান হলে রং (ডাই) দিয়ে Contrast করা হয়। ব্রেনের স্বাভাবিক অংশে তুলনায় টিউমার অধিক রং শোষণ করায় টিউমার নিশ্চিত হয়। এই যন্ত্রে ডাই ব্যবহারের কারণে এলার্জিজনিত প্রতিক্রিয়ার কারণ হতে পারে এবং যন্ত্রের টানা উচ্চ শব্দের কারণে মাথা ব্যাথা বা ঝিমুনিভাব আসতে পারে। তাই ডাই এর উপাদান সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হতে হবে এবং যন্ত্রের আশেপাশে ধাতব বস্ত্ত রাখা হতে বিরত থাকতে হবে। এমআরআই সিটি স্ক্যানের তুলনায় অনেক নিরাপদ। কারণ এমআরআই কোনো রেডিয়েশন তৈরি করে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions