Home » » নেপিয়ারের হাড়

নেপিয়ারের হাড়

নেপিয়ারের হাড়

১৬১৪ খ্রীষ্টাব্দে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার (John Napier) লগারিদমের সারণী আবিষ্কার করেন। গণনা কৌশলের জন্য এটা ছিল অতি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনিই ১৬১৭ সালে দাগকাটা এবং সংখ্যা বসানো একপ্রকার কাঠি ব্যবহার করে এক ধরনের গণনাযন্ত্র আবিষ্কার করেন। এই কাঠি নেপিয়ারের হাড় (Napiers’ bone) নামে পরিচিত। মোট নয়টি কাঠির গায়ে ক্রম অনুযায়ী সংখ্যা বিন্যাস করা থাকতো এবং গণনার ধরন অনুযায়ী কাঠিগুলো পাশাপাশি সাজিয়ে নিয়ে গণনার কাজ করতে হতো। তার এ যন্ত্র দিয়ে গুণ, ভাগ, বর্গমূল ইত্যাদি নির্ণয় করা যেত।

নেপিয়ারের লগারিদম ব্যবহার করে ১৬৩০ সালে উইলিয়ম অটরেড (William Oughtred) প্রথম সস্নাইড রুল আবিষ্কার করেন। পরবর্তীতে আইজ্যাক নিউটন ও অ্যামিদি মেন হেইম এর উন্নতি সাধন করেন। ১৬৪২ সালে উনিশ বৎসর বয়স্ক ফরাসি গণিতবিদ বেস্নইজ প্যাসকেল (Blaise Pascal) একটি যান্ত্রিক গণনাযন্ত্র তৈরি করেন। প্যাসকেলের বাবা ছিলেন শুল্ক বিভাগের একজন কর্মচারী। তাকে অনেক বড় ও কঠিন হিসাবের কাজ করতে হত। বাবাকে সাহায্য করার জন্য প্যাসকেল এই যন্ত্র তৈরি করেন। তিনি এই যন্ত্রে গিয়ার চালিত গণনের চাকা ব্যবহার করে এক নতুন যুগের সূচনা করেন। তাঁর যন্ত্রে ছিল আটটি চাকা এবং প্রতিটি চাকায় ছিল দশটি করে দাত। প্যাসকেলের এই যন্ত্রে শুধু যোগ ও বিয়োগ করা সম্ভব ছিল। প্যাসকেল গণিতে অত্যমত্ম দক্ষ ছিলেন এবং তিনিই প্রথম পুনঃ পুনঃ যোগের মাধমে গুণনের উপায় উদ্ভাবন করেন। প্যাসকেলের গণনা যন্ত্র আবিষ্কারের পর থেকে পরবর্তী তিনশত বৎসর ধরে যত ক্যালকুলেটর বা যান্ত্রিক গণনা যন্ত্র তৈরি করা হয়েছে তাতে গিয়ার চালিত চাকা ব্যবহার করা হয়েছে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*