Home » » পদ কাকে বলে

পদ কাকে বলে

পদ কাকে বলে

‘বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে পদ বলা হয়।’ 

যেমন, ‘তিনি কাল সন্ধ্যায় আসবেন’-এই বাক্যে চারটি পদ আছে। পদ চার টি হলো: তিনি, কাল, সন্ধ্যায়, আসবেন। অর্থাৎ, বিভক্তিযুক্ত নাম-শব্দ ও ধাতুই হলো পদ। বাংলা বাক্যে অনেক সময়েই পদের সঙ্গে কোন বিভক্তি লাগানোর দরকার হয় না। অন্যভাবে বলা যায়, যে বিভক্তিটি লাগানো হয় তা যেন শূন্য; এ জন্য একে বলা হয় শূন্য বিভক্তি। যেমন, তিনি ‘শাহনামা’ পড়ছেন। এই বাক্যের ‘শাহনামা’ শব্দটিতে কোন বিভক্তি নেই, কিংবা বলা চলে ‘শূন্য বিভক্তি’ আছে।

উপরের আলোচনার আলোকে এভাবে পদের সংজ্ঞা প্রদান করা যায় যে, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়।

পদ কত প্রকার

পদ পাঁচ প্রকার। যথা: 

১। বিশেষ্য বা নাম

২।  বিশেষণ

৩। সর্বনাম বা প্রতিনাম

৪। ক্রিয়া

৫। অব্যয়

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *