প্রোটোপ্লাজম কাকে বলে
প্রোটোপ্লাজম
কোষ প্রাচীর এবং ঝিল্লী ব্যতীত কোষের অভ্যন্তরীণ যে স্বচ্ছ, ঘন ও জটিল জীবন্ত বস্ত্ত দেখা যায়, তাকে প্রোটোপ্লাজম বলে।
প্রোটোপ্লাজমই জীবনের মূলসত্তা। আমরা প্রতিদিন যা কিছু খাই, যেমন- আমিষ, শ্বেতসার, স্নেহ পদার্থ, পানি, খনিজ পদার্থ, শক্তি সরবরাহকারী দ্রব্য (এ.টি.পি) প্রভৃতি এতে আছে। প্রোটোপ্লাজমে শতকরা ৭৫ থেকে ৯৫ ভাগ পানি থাকে। এটি সাধারণত গতিশীল এবং বংশবিস্তারে সক্ষম। প্রোটোপ্লাজমকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা- সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস।
কাজ : কোষের সমস্ত কাজ প্রোটোপ্লাজমে সম্পন্ন হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions