টেলিভিশন কে আবিষ্কার করেন
উত্তর: জন বেয়ার্ড (John Logie Baird) ও ফার্নসওয়ার্থ (Philo Taylor Farnsworth)
টেলিভিশন এমন একটি যন্ত্র যার সাহায্যে দূরবর্তী কোনো স্থান থেকে শব্দ শোনার সঙ্গে বক্তার ছবি ক্রমাগতভাবে পর্দায় দেখতে পাই। টেলিভিশনের বাংলা করা হয়েছে দূরদর্শন। এর অর্থ দূর থেকে দেখা। লজি বেয়ার্ড ১৯২৬ সালে টেলিভিশন আবিষ্কার করেন। টেলিভিশনের শব্দ ও ছবি প্রেরণ ও গ্রহণের জন্য প্রেরক ও গ্রাহক স্টেশন থাকে।
প্রেরণ স্টেশন : প্রেরক স্টেশনে দুটো প্রেরক যন্ত্র একই সময় কাজ করে। একটি সাধারণ বেতার প্রেরক শব্দ প্রেরণ করে। এ যন্ত্রে ক্ষুদ্র বেতার তরঙ্গ ব্যবহৃত হয়। ছবি সংকেত পাঠানোর জন্য বিশেষ ধরনের প্রেরণ যন্ত্র নিম্নরূপে কাজ করে থাকে-
• যে বস্তুর ছবি প্রেরণ করতে হবে তার সূক্ষ্ণ মাত্রা নিরূপণ করা হয়। একে স্ক্যানিং করা বলে।
• আলোক স্পন্দন হিসেবে গৃহীত বসত্মুর নিরূপিত মাত্রাকে তড়িৎ স্পন্দনে রূপান্তমরিত করে।
• প্রেরিতব্য দৃশ্যের ছবি টেলিভিশনে ক্যামেরার পর্দায় নিক্ষেপ করা হয়।
গ্রাহক যন্ত্র : টেলিভিশন গ্রাহক যন্ত্রেও প্রকৃতপক্ষে দুটো যন্ত্র থাকে। আগত সঙ্কেত থেকে শাব্দিক অংশটুকু একটি রেডিও গ্রহণ করে, বিবর্ধিত করে ও শোনার ব্যবস্থা করে।
টেলিভিশনের ছবি দেখার সময় আমরা পিকচার টিউবের বাইরের অংশ দেখে থাকি। এর ভেতরের তলে এক ধরনের রাসায়নিক পদার্থের প্রলেপ দেওয়া থাকে। একে প্রতিপ্রভ পদার্থ বলে।এ প্রতিপ্রভ পদার্থের উপর ইলেকট্রন আঘাত করে এবং আলো বিকিরিত হয়। একত্রে বহু ইলেকট্রন যে জায়গায় আঘাত করে সেখানে অত্যুজ্জ্বল এবং যেখানে অপেক্ষাকৃত কম ইলেকট্রন আঘাত করে সেখানে অনুজ্জ্বল আলোক বিন্দুর সৃষ্টি হয়। টেলিভিশনের রঙিন ছবি উৎপাদনের জন্য লাল, সবুজ ও নীল এ তিনটি মৌলিক রং এর টিউব ব্যবহার করা হয়। তিনটি পৃথক টিউব এক বিন্দুতে ফোকাস করা হয়। প্রেরক যন্ত্রে এমনভাবে স্ক্যানিং করা হয় যেন রং-এর মিশ্রণ সঠিক হয় এবং রঙিন ছবি উৎপাদন করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions