সাইটোপ্লাজম কাকে বলে
প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসকে বাদ দিলে যে স্বচ্ছ, ঘন ও তরল পদার্থ থাকে, তাকেই সাইটোপ্লাজম বলে। এটি প্রধানত আমিষ দিয়ে তৈরি। ইলেক্ট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু যেমন-মাইটোকন্ড্রিয়া, কোষগহবর, প্লাস্টিড (উদ্ভিদ কোষে), অন্তঃপ্লাজমীয় জালিকা, রাইবোজোম, সেন্ট্রিয়োল (প্রাণি কোষে), সেনেট্রাজোম (প্রাণিকোষে), বর্জ্য দ্রব্যাদি দেখা যায়।
কাজ : ১) বিভিন্ন ক্ষুরাঙ্গ ধারণ করা; ও ২) কতিপয় জৈবিক কাজ করা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions