Home » » সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন

সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন

সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন

সকল আইসিটি যন্ত্রগুলো সফ্টওয়্যার দ্বারা পরিচালিত হয়। আর এই সফ্টওয়্যারগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করে নিতে হয়। যখন নতুন কম্পিউটার ক্রয় করা হয় তখন বিক্রেতারা অপারেটিং সিস্টেমসহ অন্যান্য প্রয়োজনীয় সফ্টওয়্যারগুলো ইনস্টল করে দিয়ে দেয়। এছাড়াও যদি অন্য কোন সফটওয়্যার ইনস্টল বা আনইনস্টলেশন এর প্রয়োজন হয়, সে কাজগুলো কিভাবে করতে হয় তার পদ্ধতিগুলো নিম্নে দেয়া হলো:

সফ্টওয়্যারগুলো ইনস্টল করাঃ 

সাধারণত কোন সফ্টওয়্যার ইনস্টল অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন-হার্ডওয়্যার, র‌্যাম ইত্যাদি। তবে অপারেটিং সিস্টেম ছাড়া অন্যান্য সফ্টওয়্যারগুলোর ইনস্টলের পদ্ধতি মোটামুটি একই রকম। কোন সফ্টওয়্যারগুলো ইনস্টল করার পূর্বে যে বিষয় গুলো খেয়াল করতে হয়, তা হলো:

# যে সফ্টওয়্যার ইনস্টল করা হবে তা হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা;

# অপারেটিং সিস্টেমের এ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা;

# এন্টিভাইরাস বন্ধ আছে কিনা;

# অন্যান্য সকল কাজ বন্ধ আছে কিনা। কারণ অনেক সময় অন্যান্য কাজগুলো ইনস্টলের সময় ঝামেলা করতে পারে। কোন সফ্টওয়্যার ইনস্টল করতে হলে সফ্টওয়্যারটির ডিজিটাল কপি বা সফ্টকপি প্রয়োজন হয় অর্থাৎ উইন্ডোজের ক্ষেত্রে এক্সিকিউটিভ ফাইল প্রয়োজন হয়। এ সফ্টকপি সিডি, ডিভিডি কিংবা পেনড্রাইভের মাধ্যমে কম্পিউটারে নিতে হয়। ইন্টারনেট থেকেও পাওয়া যেতে পারে (এছাড়া এই লিংক থেকেও ডাউনলোড করতে পারেন)। সব সফ্টওয়্যারগুলোর সাথে Auto run নামে একটি প্রোগ্রাম থাকে। সফ্টওয়্যারটির সফ্টকপি সিডি, ডিভিডি কম্পিউটারে নিলে Auto run প্রোগ্রামটি সচল হয় এবং সফ্টওয়্যারটি set up করার অনুমতি চায়। অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপগুলো অনুসরণ করলেই সফ্টওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। উদাহরণ হিসেবে নিম্নে একটি পদ্ধতিটি দেখানো হলো:

১। প্রথমে সেটআপ ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ইনস্টলেশন শুরু হবে।

২। ইয়েস (Yes) বাটনে ক্লিক করতে হবে। তারপর ওকে (OK) বাটনে ক্লিক করলে ইন্সটল শুরু হবে। কোনো ক্ষেত্রে সিরিয়াল নং/কোড ইত্যাদি ব্যবহার করার প্রয়োজন হতে পারে।

৩। কোনো কোনো ক্ষেত্রে I agree / I accept ইত্যাদি অপশনগুলো ক্লিক করুতে হতে পারে। Next বাটনে ক্লিক করলে Install উইন্ডো আসবে, তারপর Install / Next বাটনে ক্লিক করতে হবে।

৫। সফ্টওয়্যারটি ইনস্টল শেষে হলে Finish / Close / Complete বাটনে ক্লিক করতে হবে।

 

সফ্টওয়্যার আনইনস্টলেশনঃ

কম্পিউটারে যেমন কোন সফ্টওয়্যার ইনস্টল করতে হয় তেমনি অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টলও করতে হয়। অনেক সময় সফ্টওয়্যারটি কাজে লাগে না কিংবা সফ্টওয়্যারটি চলতে ঝামেলা করে। তাই প্রয়োজন শেষ হলে সফ্টওয়্যারটিকে আনইনস্টল করে দেয়া ভালো। প্রায় সব সফ্টওয়্যার আনইনস্টল করার নিয়ম একই ধরনের। উদাহরণ হিসেবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম হতে কোনো সফটওয়্যার আনইনস্টল করার পদ্ধতি নিম্নে দেয়া হলো:

১। প্রথমে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে । প্রদর্শিত অপশনগুলো থেকে ‘আনইনস্টল এ প্রোগ্রাম’ (uninstall a program) অথবা Add or Remove Program সিলেক্ট করতে হবে ।

২। যে সফ্টওয়্যারটি আনইনস্টল করতে চাই তা সিলেক্ট করতে হবে।

৩। uninstall বাটনে ক্লিক করলে আনইনস্টল শুরু হয়ে যাবে। ফাইল যদি বড় হয় তাহলে একটু বেশি সময় লাগবে। আনইনস্টল করার পর কম্পিউটার রিস্টার্ট দেয়া ভাল।

তবে কোন সফ্টওয়্যার আনইনস্টল করার সময় খেয়াল রাখতে হবে যেন ভুলক্রমে অন্য কোন সফ্টওয়্যার আনইনস্টল না হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

অফিস/বেসিক কম্পিউটার কোর্স

এম.এস. ওয়ার্ড
এম.এস. এক্সেল
এম.এস. পাওয়ার পয়েন্ট
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং
ই-মেইল ও ইন্টারনেট

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ৪দিন)
রবি+সোম+মঙ্গল+বুধবার

কোর্স ফি: ৪,০০০/-

গ্রাফিক ডিজাইন কোর্স

এডোব ফটোশপ
এডোব ইলাস্ট্রেটর

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ওয়েব ডিজাইন কোর্স

এইচটিএমএল ৫
সিএসএস ৩

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ভিডিও এডিটিং কোর্স

এডোব প্রিমিয়ার প্রো

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৯,৫০০/-

ডিজিটাল মার্কেটিং কোর্স

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও, গুগল এডস, ইমেইল মার্কেটিং

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ১২,৫০০/-

অ্যাডভান্সড এক্সেল

ভি-লুকআপ, এইচ-লুকআপ, অ্যাডভান্সড ফাংশনসহ অনেক কিছু...

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৬,৫০০/-

ক্লাস টাইম

সকাল থেকে দুপুর

১ম ব্যাচ: সকাল ০৮:০০-০৯:৩০

২য় ব্যাচ: সকাল ০৯:৩০-১১:০০

৩য় ব্যাচ: সকাল ১১:০০-১২:৩০

৪র্থ ব্যাচ: দুপুর ১২:৩০-০২:০০

বিকাল থেকে রাত

৫ম ব্যাচ: বিকাল ০৪:০০-০৫:৩০

৬ষ্ঠ ব্যাচ: বিকাল ০৫:৩০-০৭:০০

৭ম ব্যাচ: সন্ধ্যা ০৭:০০-০৮:৩০

৮ম ব্যাচ: রাত ০৮:৩০-১০:০০

যোগাযোগ:

আলআমিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

৭৯৬, পশ্চিম কাজীপাড়া বাসস্ট্যান্ড,

[মেট্রোরেলের ২৮৮ নং পিলারের পশ্চিম পাশে]

কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

মোবাইল: 01785 474 006

ইমেইল: alamincomputer1216@gmail.com

ফেসবুক: facebook.com/ac01785474006

ব্লগ: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল *

বার্তা *