পরিমাপ কাকে বলে
বিশব ব্রহ্মান্ডে অজানা রহস্যের শেষ নেই। বিশব প্রকৃতির এই অজানা বিষয় সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীরা অনেক গবেষণা এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। এই পরীক্ষা নিরীক্ষার ফল প্রকাশের জন্য বিভিন্ন একক ব্যবহার করতে হয়। যা হবে সর্বজনগ্রাহ্য। এজন্য পরিমাপের এমন কিছু একক উদ্ভাবন করা হয়েছে যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। পরিমাপের জন্য আবিস্কার করা হয়েছে বিভিন্ন যন্ত্র। যেসব যন্ত্রের সাহায্যে সুক্ষ্ম থেকে সুক্ষ্মতর পদার্থের পরিমাপ করা যেতে পারে। যার ফলে বিজ্ঞানের সার্বিক প্রসার হয়েছে সম্ভবপর।
পরিমাপের সংজ্ঞা:
কোন কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। বিশ্ব প্রকৃতির বিভিন্ন ভৌত ঘটনা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে হলে বিভিন্ন ভৌত রাশির পরিমানগত মান নির্ণয় করা প্রয়োজন। কয়েকটি উদাহরণের সাহায্যে তা আরও সুস্পষ্ট ভাবে বলা যায়। যেমন- দূরতব পরিমাপে ব্যবহার করা হয় মিটার, ভর পরিমাপে ব্যবহার করা হয় কিলোগ্রাম এবং সময় পরিামপের জন্য ব্যবহার করা হয় সেকেন্ড। এখানে মিটার, কিলোগ্রাম ও সেকেন্ড হল পরিমাপের একক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions