সাধারণ জ্ঞান : বিজ্ঞান বিষয়ক
আলোর প্রতিফলন কাকে বলে
কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় অন্য কোন মাধ্যমে বাধা পেয়ে আলো পুণরায় পূর্বের মাধ্যমে ফিরে আসাকে আলোর প্রতিফলন বলা হয়।
আলোর প্রতিসরণ কাকে বলে
আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদতলে তির্যকভাবে আপতিত আলোক রশ্মির দিকে পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিরসণ বলা হয়।
আলোকরশ্মি বাতাস মাধ্যম হতে পানি যাওয়ার সময় বিভেদতলে বেঁকে যায়, এজন্য পানিতে নৌকার বৈঠা, কাঠি বা স্কেল ডুবালে বাঁকা দেখায়।
প্রতিফলক পৃষ্ঠ
যে পৃষ্ঠ থেকে বাধা পেয়ে আলোকরশ্মি প্রতিফলিত হয় তাকে প্রতিফলক পৃষ্ঠ বলে। প্রতিফলক পৃষ্ঠ যত বেশি মসৃণ হয় ততো বেশি আলো প্রতিফলিত হয়। কোন কালো বস্তুর উপর আলো পড়লে তা প্রকৃতপক্ষে প্রতিফলিত হয় না, বরং ঐ তল কর্তৃক শোষিত হয়। এজন্য ক্যামেরা, দূরবীণ ইত্যাদি আলোকযন্ত্রের ভিতরের অংশ কালো করা হয়। এজন্য সিনেমায় সাদা রংঙের পর্দা ব্যবহার করা হয়। এতে প্রতিবিম্বের ঔজ্জ্বল্য বেড়ে যায়।
প্রতিফলক পৃষ্ঠ মসৃণ হলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions