সাধারণ জ্ঞান :
দর্পণ কাকে বলে
যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। দর্পণ দু’ধরনের- সমতল ও গোলীয়। আমরা প্রত্যহ চেহারা দেখার জন্য যে দর্পণ ব্যবহার করি তা সমতল দর্পণ। সাধারণত কাচের একদিকে সিলভার ধাতুর প্রলেপ লাগিয়ে দর্পণ তৈরি করা হয়। একে সিলভারিং বলে। সমতল দর্পণে নিজের পূর্ণ চেহারা দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য দর্শকের উচ্চতার অর্ধেক হওয়া প্রয়োজন।
অবতল দর্পণের ব্যবহার
কোন বস্তুর বিবর্ধিত বিম্ব সৃষ্টি করতে এটি ব্যবহার করা হয়। অবতল দর্পণ ব্যবহার করে মুখমন্ডলের বিবর্ধিত বিম্ব তৈরি করা হয়। এতে রূপচর্চা ও দাড়ি কাটার সময় সুবিধা হয়। স্টীমারের সার্চলাইটে প্রতিফলক হিসেবে অবতল দর্পণ ব্যবহার করা হয়।ডাক্তাররা নাক, কান, গলা পর্যবেক্ষণের জন্য এ দর্পণ ব্যবহার করেন।
উতল দর্পনের ব্যবহার
সাধারণত অসদ, সোজা এবং বস্তুর চেয়ে ছোট বিম্ব গঠনের জন্য উত্তল দর্পণ ব্যবহৃত হয়। তাই যানবাহন বা পথচারী দেখার জন্য বিভিন্ন গাড়িতে এ দর্পণ ব্যবহার করা হয়। আবার আলোকরশ্মি চারদিকে ছড়িয়ে দেয় বলে মোটর গাড়ির হেডলাইট বা রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আগুণ জ্বালানো, চশমা, ক্যামেরা, অণুবীক্ষণ যন্ত্রে এটি ব্যবহৃত হয়।
সিলভারিং
সাধারণত কাচের একদিকে সিলভার বা রৌপ্য ধাতুর প্রলেপ লাগিয়ে দর্পণ তৈরি করা হয়। একে সিলভারিং বলে। আমরা প্রত্যহ চেহারা দেখার জন্য যে দর্পণ ব্যবহার করে তা সিলভারিং করা এক ধরণের কাচ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions