সাধারণ জ্ঞান : এটম বোমার আবিষ্কারক কে?
এটম বোমার আবিষ্কারক হলেন অটো হ্যান। ১৯৩৪ খ্রিস্টাব্দে ফিশন প্রক্রিয়া নিয়ে গবেষণা করেন বিজ্ঞানী এনরিথ ফার্মী কিন্তু পরবর্তীতে ১৯৩৮ খ্রিষ্টাব্দে পরমাণুর বিভাজন প্রক্রিয়া আবিষ্কার কনেন জার্মান বিজ্ঞানী অটোহান এবং তার দুজন সহযোগী স্ট্রেসম্যান ও মাইটনার। তারা দেখান যে, পরমাণু ভেঙ্গে দুটি মাঝারি আকারের পরমাণুতে রূপান্তরিত হয় এবং সামান্য ভর শক্তিতে রূপান্তরিত হয়। ফিশনের এ ধারণাকে ব্যবহার করে ম্যানহাটান প্রজেক্টের বিজ্ঞানী ওপেন হাইমার ১৯৪৫ সালে পারমানবিক বোমা তৈরি করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions