সাধারণ জ্ঞান : লেজার রশ্মি কে আবিষ্কার করেন?
লেজার রশ্মি আবিষ্কার করেন মাইম্যান, ১৯৬০ সালে।
১৯৬০ সালে টি.এইচ.ম্যাইম্যান লেজার রশ্মি আবিষ্কার করেন। ইংরেজিতে লেজার শব্দটি Light Amplification by Stimulated Emission of Radiation এর সংক্ষিপ্ত রূপ।
কোন বিশেষ পমাণুকে ফোটন কণিকা দ্বারা উত্তেজিত করে লেজার রশ্মি তৈরি করা হয়। এ রশ্মি অত্যধিক লক্ষ্যভেদী, সুসঙ্গত, একক রঙের এবং তীব্র শক্তিসম্পন্ন একগুচ্ছ আলো। অনেক দূরত্ব অতিক্রম করার পরও লেজার রশ্মি দিক বিচ্যুতি ঘটে না। লেজার যন্ত্রের মাধ্যমে আলোক তরঙ্গকে কোন স্ফটিকের মধ্য দিয়ে চালনা করা হলে উদ্দীপিত নিঃসরণ ঘটে এবং অতি শক্তিশালী সংসক্ত সুসংগত আলোক রশ্মি নিঃসরিত হয়। এই রশ্মিটির নাম লেজার রশ্মি। বিজ্ঞানী মাইম্যান ১৯৬০ সালে লেজার রশ্মি আবিষ্কার করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions