বিটুমিন কি
ধূসর-কালো বর্ণের এক ধরনের অবিশুদ্ধ হাইড্রোকার্বন হলো বিটুমিন। এতে সামান্য পরিমাণে অক্সিজেন, নাইট্রোজেন ও সালফার মিশ্রিত থাকে। উন্নতমানের বিটুমিন অ্যাসফন্ট নামে পরিচিত। কার্বন ডাই সালফাইডে দ্রবণীয় হলেও বিটুমিনের কাঠিন্য রয়েছে। রাস্তা তৈরিতে বিটুমিনের সঙ্গে বালি ও পাথর মেশানো হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions