ড্রাই আইস কি
ড্রাই আইস হলো কঠিন কার্বন ডাই-অক্সাইড গ্যাস। প্রচন্ড চাপে এবং -75.5 সে. তাপমাত্রায় কার্বন ডাই-অক্সাইড গ্যাস তরল না হয়ে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয়। কঠিন কার্বন ডাই-অক্সাইড দেখতে বরফের মত সাদা, অথচ ধরলে হাত ভিজিয়ে দেয় না। একে শুষ্ক বরফ বলা হয়। এতে কোন পানি না থাকায় এবং অত্যন্ত শীতল হওয়ায় এটি পণ্য সংরক্ষণে ও পরিবহনে ব্যবহৃত হয়। এছাড়া ল্যাবরেটরিতে এটি শীতলকরণের কাজে ব্যবহৃত হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions