সাধারণ জ্ঞান : বিজ্ঞান বিষয়ক
ফিশন ও ফিউশন
যে প্রক্রিয়ায় ভারী পরমাণু নিউক্লিয়াস বিভক্ত হয়ে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস উৎপন্ন করে এবং একাধিক নিউট্রন ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে ফিশন বলে।
নিউট্রন দ্বারা আঘাত করে যদি কোন ভারি পরমানুর নিউক্লিয়াসকে প্রায় সমভরবিশিষ্ট দুটি অংশে বিভক্ত করা যায় এবং প্রচন্ড পারমানবিক শক্তির উদ্ভব হয়, তাহলে নিউক্লিয়াসের এ বিভাজনই নিউক্লিয় ফিশন। ফিশন এর মূল কথা হলো নিউক্লিয়ার বিভাজন। সধারণত যে সব পরমাণুর পারমানবিক সংখ্যা ৯২ বা তার অধিক তারা ফিশন বিক্রিয়ায় অংশ নিতে পারে। ১৯৩৪ সালে ইউরেনিয়ামের বিভাজন প্রক্রিয়া নিয়ে বিজ্ঞানী ফার্মির সূত্র ধরে ১৯৩৮ সালে ফিশন বিক্রিয়া আবিষ্কার করেন দুিই জার্মান বিজ্ঞানী অটোহান ও স্ট্রেসম্যান। অটোহ্যান ও স্ট্রাসম্যান ইউরেনিয়াম নিউক্লিয়াসের উপর ধীরগতি তথা কম শক্তিসম্পন্ন নিউট্রনের আঘাত পর্যবেক্ষণ করতে গিয়ে লক্ষ করেন যে, ইউরেনিয়াম নিউক্লিয়াস প্রায় সমান দুিই অংশে বিভক্ত হয়ে যায়।
ফিউশন
যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং অত্যধিক শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় ফিউশন বলে। এ প্রক্রিয়ায় ১০° সেন্টিগ্রেড তাপ উৎপন্ন হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions