parts of speech কাকে বলে
Parts শব্দের অর্থ অংশসমূহ এবং Speech শব্দের অর্থ বাক্য বা Sentence, সুতরাং parts of speech বলতে বুঝায় বাক্যের অংশসমূহ। অর্থাৎ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অংশকে parts of speech বলা হয়।
Parts of Speech আট প্রকার। যথা:
1) Noun
2) Pronoun
3) Adjective
4) Verb
5) Adverb
6) Preposition
7) Conjunction
8) Interjection
বাক্যে ব্যবহৃত কোনো একটি শব্দ, সেটা কি Noun হবে নাকি Verb হবে নাকি Adjective বা Adverb হবে তা নির্ধারিত হয় বাক্যে শব্দের অবস্থানের ভিত্তিতে। নিচের উদাহরণ লক্ষ্য করুন:
They go to college
উপরে ব্যবহৃত বাক্যে go শব্দটি একটি Verb,
Noun (বিশেষ্য) :
যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে Noun বলা হয়। যেমন: Rahim, Dhaka ইত্যাদি।
Noun এর প্রকারভেদ: Noun প্রধানত ৫ প্রকার। যথা:
1) Proper Noun
2) Common Noun
3) Collective Noun
4) Material Noun
5) Abstract Noun
Pronoun :
Noun এর পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে Pronoun বলে। যেমন: Rahim is a good boy. He always goes to school. এখানে Rahim এর পরিবর্তে যে He ব্যবহৃত হয়েছে এটিই হলো Pronoun.
Pronoun এর প্রকারভেদ। Pronoun কে প্রধানত ৮ ভাগে ভাগ করা হয়।
1) Personal Pronoun
2) Demonstrative Pronoun
3) Interrogative Pronoun
4) Relative Pronoun
5) Indefinite Pronoun
6) Distributive Pronoun
7) Reciprocal Pronoun
8) Reflexive and Emphatic Pronoun
Adjective :
যে word দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণকে বুঝানো হয় তাকে Adjective বলা হয়। যেমন: She is a beautiful girl. এখানে beautiful শব্দটি হলো Adjective.
Adjective কে আবার ৮ ভাগে ভাগ করা হয়। যথা:
1) Proper Adjective
2) Adjective of Quality
3) Adjective of Quantity
4) Adjective of Number
5) Demonstrative Adjective
6) Distributive Adjective
7) Interrogative Adjective
8) Possessive Adjective
Adverb :
যে শব্দ কোনো Noun বা Pronoun ব্যতীত অন্য কোনো শব্দ বা parts of speech কে অথবা একটি সম্পূর্ণ বাক্যকে modify করে তাকে Adverb বলে। অর্থাৎ Adverb, verb কে modify করে। যেমন: Rahim talks smartly এখানে smartly হলো adverb.
Adverb প্রধানত ৩ প্রকার। যথা:
1) Simple Adverb
2) Relative Adverb
3) Interrogative Adverb
Verb:
যে শব্দ দ্বারা কোনো কিছু করা, থাকা বা হওয়াকে বুঝায় তাকে Verb বলা হয়।
যেমন: They go to school এখানে go হচ্ছে verb.
Verb আবার ২ প্রকার। যথা: 1) Finite Verb 2) Non-finite verb
Preposition:
যে শব্দ কোনো noun বা pronoun বা noun এর সমপর্যায়ের কোনো শব্দ এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য শব্দ এর সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে Preposition বলা হয়। যেমন: with, before, after, at, in, of , to ইত্যাদি।
Conjunctions:
Conjunction শব্দটির অর্থ হলো সংযোজন অব্যয়। অর্থাৎ যে শব্দ একই ধরনের দুটি শব্দ (অর্থাৎ, একই ধরনের দুটি part of speech) বা দুটি বাক্যকে অথবা একটি বাক্যাংশকে আরেকটি বাক্যাংশের সাথে যুক্ত করার জন্য ব্যবহৃত হয় তাকে Conjunction বলে। যেমন: and, or, but, both, so .. that, either .. or, neither .. nor, not only .... but also, no sooner .... than, scarcely.... when, hardly ... when ইত্যাদি।
Interjection :
যে শব্দ দ্বারা মনের আবেগ, অনুভূতি, উচ্ছাস, শোক, দুঃখ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Interjection বলে। Interjection সবসময় বাক্যের প্রথমে বসে এবং পরে একটি বিষ্ময়সূচক চিহ্ন থাকে। যেমন: Hurrah! Today is holiday.
এমন একটি বাক্য আছে যার মধ্যে Parts of Speech এর আট প্রকার শব্দ রয়েছে। বাক্যটি নিম্নরূপ:
Ah! My friend and I wish we could travel easily to Canada and take in all amazing sites.
এখানে,
Ah! = Interjection
and= Conjunction
I = Pronoun
travel= Verb
easily- Adverb
to = Preposition
Canada = Noun
amazing = Adjective
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions