tense কাকে বলে
কোনো কাজ সংঘটিত হয় বা হয়েছিলো কিংবা হবে এইরূপ বোঝানোর জন্য Verb এর যে বিভিন্ন রূপ ব্যবহৃত হয়, তাকে Tense বা ক্রিয়ার কাল বলা হয়।
tense কত প্রকার:
Tense প্রধানত ৩ প্রকার। যথা:
1) Present Tense, 2) Past Tense 3) Future Tense
Present Tense (বর্তমান কাল) : বর্তমান কালের কোনো কাজ, ঘটনা বা অবস্থা বুঝাতে Present Tense ব্যবহৃত হয়। কিংবা কোনো ঐতিহাসিক সত্য ও চিরন্তন সত্য বুঝাতেও Present Tense ব্যবহার করা হয়।
যেমন: They go to college. The earth moves around the sun ইত্যাদি।
Past Tense (অতীত কাল): অতীতকালের কোনো ঘটনা, কাজ বা অবস্থা বুঝাতে Past Tense ব্যবহার করা হয়। যেমন: They went to college.
Future Tense (ভবিষ্যৎ কাল) : ভবিষ্যতকালের কোনো ঘটনা, কাজ বা অবস্থা বুঝাতে Future Tense ব্যবহার করা হয়। যেমন: They will go to college.
প্রত্যেক প্রকার Tense কে আবার ৪ ভাগে ভাগ করা যায়। যথা:
1) Indefinite, 2) Continuous, 3) Perfect, 4) Perfect Continuous
এই Tense গুলো যখন যে Tense এর সাথে ব্যবহৃত হয় তখন সেই Tense এর নাম ধারণ করে। যেমন: Indefinite যদি Past Tense এর সাথে ব্যবহার করা হয় তখন হবে Past Indefinite Tense, আবার Present Tense এর বসালে হবে Present Indefinite Tense, একইভাবে বাকি Tense গুলোও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions