সাধারণ জ্ঞান : বিজ্ঞান বিষয়ক
রাডার কি
রাডার এমন একটি যন্ত্র যার সাহায্যে দূরবর্তী কোন বস্তুর উপস্থিতি, দূরত্ব ও দিক নির্ণয় করা যায়। ইংরেজি RADAR শব্দটি Radio Detection And Ranging শব্দের সংক্ষিপ্ত রূপ। এর সাহায্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের প্রতিফলনের মাধ্যমে কোন বস্তুর উপস্থিতি জানা যায়। রাডার যন্ত্র থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিক্ষেপ করা হয় এবং বস্তুতে প্রতিফলিত হয়ে সেই তরঙ্গ রাডারে ফিরে আসলে রাডার যন্ত্রটি তরঙ্গটিকে বিশ্লেষণ করে বস্তুটির দূরত্ব, উন্নতি, দিক প্রভৃতি নির্ণয় করে। বস্তুটির অভিমুখ ও রেঞ্জ বা পাল্লা নির্ণয় করা যায়, বস্তুটির বৈশিষ্ট্য শনাক্ত করা যায় এবং এসব তথ্য বা উপাত্তকে কার্যকরভাবে ব্যবহার করা যায়।
যুদ্ধে শত্রু বিমানের উপস্থিতি ও গতিবিধি জানার জন্য মূলত এর উদ্ভব হলেও শান্তির সময় সমুদ্রে জাহাজ এবং আকাশে বিমানের পথ নির্দেশ, ঝড়ের পূর্বাভাস ইত্যাদি কাজে এটি ব্যবহার করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions