রাসায়নিক বন্ধন কাকে বলে
যে শক্তির বলে অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে, তাকে বন্ধন বা রাসায়নিক বন্ধন বলা হয়।
♦ আয়নিক বন্ধন:
ইলেকট্রনের প্রদান ও গ্রহণের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয়, তাকে আয়নিক বন্ধন বলে। যে যৌগে আয়নিক বন্ধন উপস্থিত থাকে তাকে আয়নিক যৌগ বলে। আয়নিক বন্ধন অত্যন্ত শক্তিশালী। এরা পানিতে দ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়।
♦ সমযোজী বন্ধন:
ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সমযোগী বন্ধন বলে। এরা পানিতে অদ্রবনীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়।
♦ ধাতব বন্ধ :
ধাতুখন্ডে পরমাণুসমূহ যে বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, তাকে ধাতব বন্ধন বলে। ধাতু পরমাণুসমূহ সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন ত্যাগ করে ধনাত্বক আয়নে পরিণত হয় এবং ইলেকট্রনগুলো মুক্ত হয়ে সমগ্র ধাতুখন্ডে বিচরণ করে। এর ফলে ধাতুর বিশেষ ধরনের বৈশিষ্ট্য দেখা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions