সময়কে কাজে লাগানোর উপায়
“দূরবর্তী অস্পষ্ট কোন কিছুর দিকে না তাকিয়ে হাতরে কাছে স্পষ্টভাবে যে কাজের অস্তিত্ব আছে, সেগুলোকে মনোযোগের সঙ্গে সম্পন্ন করাই আমাদের প্রধান কর্তব্য।”
“সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যে দিনটি শুরু হলো কেবলমাত্র সেই দিনটিই চূড়ান্ত সদব্যবহার করতে হবে।”
“আমরা আমাদের পরিবারকে ভবিষ্যতের বিপদ থেকে রক্ষা করার জন্য নিশ্চয় বীমা করব। আমাদের বৃদ্ধ বয়সের জন্য নিশ্চয়ই আমরা অর্থ সঞ্চয় করব। আমরা ভবিষ্যতে আমাদের উন্নতির জন্য নিশ্চয়ই পরিকল্পনা করব।”
“জ্ঞানী মানুষের কাছে প্রতিটি দিন একটি ক’রে নূতন জীবনের বার্তা বহন করে।”
অতীতের সমস্ত যন্ত্রণা গ্লানি বিস্মৃত হয়ে এবং অজানা ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন না হয়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টুকুকে যদি আমরা আমাদের যথোপযুক্ত কাজের উপযোগী করে তুলি, তবেই আমরা প্রকৃত আনন্দ ও শান্তির সন্ধান পাবো।
সময়কে কাজে লাগানোর উপায় সমূহ:
১। খুব ভোরে ঘুম থেকে ওঠে নিজ নিজ প্রার্থণা ও হালকা ব্যায়াম করে ফেলুল।
২। যে কাজটি খুব বেশি প্রয়োজন সেটি আগে প্রাধান্য দিন এবং সম্পূর্ণ করে ফেলুন পরে করার জন্য ফেলে রাখবেন না।
৩। ঘুমাতে যাওয়ার পূর্বে ঠিক করে ফেলুন আগামী কাল কোন কোন কাজগুলো গুরুত্বপূর্ণ এবং সেগুলো করার জন্য নির্দিষ্ট সময় ও মনকে প্রস্তুত করে ফেলুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions