তড়িৎ ধারক কি
তড়িৎ ধারক (Electric Capacitor) : সাধারণভাবে ‘ধারক’ বলতে বুঝায় ‘ধারণকারী’ বা যে ধারণ করে, যে বস্ত্ত আধান ধরে রাখতে পারে তাকে ধারক বলে। কোনো পরিবাহীর এ আধান ধরে রাখার ক্ষমতা অসীম নয়, কারণ প্রত্যেক পরিবাহীর একটি নির্দিষ্ট মাত্রার আধান ধারণের ক্ষমতা রয়েছে। এ নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত আধান প্রদান করলে পরিবাহীটি ক্রমশ আধান হারাতে থাকবে, কোনো উপায় বা ব্যবস্থায় পরিবাহীর বিভব যদি কমানো যায় তবে পরিবাহীটি নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত কিছু আধান ধরে রাখার ক্ষমতা অর্জন করে, স্থির তড়িৎ বিদ্যায় ধারকত্ব বৃদ্ধি করার এ কৃত্রিম উপায় বা ব্যবস্থা বা কৌশলকে ধারক বলে। সাধারণত একটি অন্তরীত ও অপর একটি ভূ-সংযুক্ত পরিবাহকের স্থানে কোনো অন্তরক পদার্থ যেমন- বায়ু, কাচ, প্লাস্টিক ইত্যাদি স্থাপন করে ধারক তৈরি করা হয়, পরিবাহী দুটিকে ধারক পাত এবং অন্তরক পদার্থকে ডাইইলেকট্রিক পদার্থ বলে।
সংজ্ঞা: যে যান্ত্রিক প্রক্রিয়ার কাছাকাছি দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ সংরক্ষণ করে রাখা হয়, সে প্রক্রিয়াকে ধারক বলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions