voice কাকে বলে
Voice এর সাধারণ অর্থ কন্ঠস্বর। কিন্তু ইংরেজি ব্যাকরণে একে বাচ্য বলা হয়। বাক্যের Subject কোনো কাজ নিজে করে বা অন্যের কাজ তার উপর এসে পড়েছে তা বুঝাতে Verb এর যে form ব্যবহার করা হয় তাকে Voice বলা হয়। অর্থাৎ Verb এর প্রকাশ ভঙ্গিকেই Voice বলা হয়।
Active Voice:
যে বাক্যে Subject নিজে সক্রিয় হয়ে কোনো কাজ সম্পন্ন করে বুঝায় তাকে Active Voice বলে। যেমন: I write a letter, এখানে Subject I নিজে কাজটি সম্পন্ন করে। এখানে Subject সক্রিয় বা active রয়েছে। অতএব বাক্যটি Active Voice.
Passive Voice:
যে বাক্যে Subject নিজে নিষ্ক্রিয় বা inactive থাকে কিন্তু অন্যের কাজ তার উপর এসে পড়েছে বা অন্যের দ্বারা কাজটি করায় বোঝাতে তাকে Passive Voice বলে। যেমন: A letter is written by me. এখানে Subject, A letter নিজে কাজ সম্পন্ন করে না বরং কাজটি me দ্বারা সম্পন্ন করে। এখানে Subject নিজে নিষ্ক্রিয় বা inactive রয়েছে। অতএব বাক্যটি passive voice.
Active Voice ও Passive Voice সহজে চেনার উপায়:
Tense এর স্বাভাবিক structure গুলোই হচ্ছে Active voice এর structure অর্থাৎ Active voice এর ক্ষেত্রে verb সবসময় tense এর নিয়ম অনুযায়ী বসবে। কিন্তু passive voice এর ক্ষেত্রে Auxiliary Verb এর পরে বাক্যের মূল verb হিসেবে সবসময় Verb এর past Participle Form বসবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions