অশোক গাছ
অশোক (ashoka tree): বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তান এই বৃক্ষের উৎসস্থল । Papilonaceae Leguminosac গোত্রের উপগোত্রের অন্তর্ভুক্ত অশোক-এর বৈজ্ঞানিক নাম Saraca indica L । ইংরেজিতে অশোকা ট্রি (Ashoka tree) হিসাবে পরিচিত । অশোক ক্ষুদ্রাকৃতির বৃক্ষ, কাণ্ড মসৃণ, ধূসর, উন্নত শাখাযুক্ত। পাতা বড় । এর ফুল ছোট হলেও বহু পুষ্প সম্বলিত ছত্রাকৃতির মঞ্জরি বেশ বড় । মঞ্জরি বর্ণ ও সৌষ্ঠবে আকর্ষণীয়। সদ্য ফোটা ফুলের রঙ কমলা । বাসি ফুলের রঙ লাল। ফুলের গন্ধ প্রায় মধুর গন্ধের মতো। পুষ্পকুঁড়ির আকৃতি গদার মতো। প্রায় সারা বছরই এতে ফুল ফোটে। ফল চ্যাপটা, ত্বকের মতো নমনীয় । রঙ হালকা বেগুনি। বীজ থেকে সহজেই চারা হয়। বিবিধ স্ত্রীরোগ, অভ্যন্তরীণ রক্তমোক্ষণ, আমাশয় ও জ্বরে এর নানা অংশ ব্যবহৃত হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions