অশ্বশক্তি কি
অশ্বশক্তি (horse-power): শক্তি পরিমাপের একটি একক হলো অশ্বশক্তি । ইংরেজিতে একে বলা হয় হর্সপাওয়ার (horse-power)। ৫৫০ পাউন্ড ওজনের কোনো বস্তু এক সেকেন্ডে এক ফুট উঁচুতে তুলতে যে পরিমাণ শক্তি খরচ করতে হয় তাকেই বলে এক অশ্বশক্তি । এর মান প্রতি মিনিটে ৩৩,০০০ ফুট পাউন্ড । ডায়নামো, মোটর প্রভৃতি যন্ত্রের কাজ করার শক্তি এই হর্সপাওয়ার বা অশ্বশক্তি এককে প্রকাশ করা হয় । ১ অশ্বশক্তি = ৭৪৬ ওয়াট = ০.৭৫ কিলোওয়াট (প্রায়)।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions