অস্টিওমাইলাইটিস কি
অস্টিওমায়েলাইটিস (Osteomyelitis): হাড় এবং হাড়ের মজ্জায় ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক জাতীয় জীবাণু সংক্রমণের ফলে সৃষ্ট প্রদাহ । সাধারণত এর সঙ্গে ত্বকে কিংবা শরীরের অন্য কোনো অংশে একই জাতীয় জীবাণুর সংক্রমণ থাকে । আঘাত পেলে, হাড় ভেঙে গেলে কিংবা শল্য চিকিৎসার পরে সরাসরি অস্থিমজ্জায় জীবাণু ঢুকে যেতে পারে। তা ছাড়া রক্তের মাধ্যমে বাহিত হয়েও জীবাণু অস্থিমজ্জায় পৌছাতে পারে। শিশুদের এ রোগ হঠাৎ হতে পারে। পা এবং হাতের লম্বা হাড়ের দু' মাথায় এটা বেশি ঘটে । এর ফলে তীব্র জ্বর, কাঁপুনি, আক্রান্ত হলে তীব্র ব্যথা এবং হাড়ে পুঁজ জমে ফোড়া হতে পারে । বড়দের বেলায় এ রোগ ধীরে ধীরে প্রকাশ পেতে পারে এবং কোমর ও মেরুদণ্ডের হাড়ে সংক্রমণ বেশি ঘটে থাকে। মেরুদণ্ডের কশেরুকাতে এ রকম জীবাণু সংক্রমণের ফলে তা নষ্ট হয়ে গেলে রোগীর নিমাঙ্গ অবশ হয়ে যায়। উপযুক্ত অ্যান্টিবায়োটিক দিয়ে দীর্ঘমেয়াদে ঠিকমতো চিকিৎসা না করলে রোগীর জীবন বিপন্ন হতে পারে ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions