অস্টিওম্যালাসিয়া কি
অস্টিওম্যালাসিয়া (Osteomalacia): শিশুদের ভিটামিন ‘ডি’-এর অভাবজনিত রোগকে রিকেটস বলে। বড়দের ক্ষেত্রে তা অস্টিওম্যালাসিয়া নামে পরিচিত। ভিটামিন ‘ডি’-এর অভাবে হাড়ে ক্যালসিয়াম ও ফসফরাসের পরিমাণ কমে গিয়ে এই রোগ দেখা দেয়।
দীর্ঘদিন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যেমন- মাছ, ডিম, দুধ ইত্যাদি না খেলে, আন্ত্রিক রোগ থাকলে কিংবা সূর্যের আলোর সংস্পর্শে না এলে এ রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে হাড়ে ব্যথা হয়, পেশি দুর্বল হয়ে যায়, তাতে খিচুনি হতে পারে এবং হাড় সহজেই ভেঙে যেতে পারে। হাড়ের এক্স-রে এবং রক্ত পরীক্ষা করে এ রোগ শনাক্ত করা যায়। সাধারণত ভিটামিন ডি'-এর সাহায্যে এ রোগের চিকিৎসা করা হয়। মাঝে মাঝে গায়ে রোদ লাগানো এবং দুধ-ডিম, মাছ-মাংস পরিমাণ মতো খেলে সহজেই অস্টিওম্যালাসিয়া প্রতিরোধ করা যায় ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions