এন্টাসিড কী
অ্যান্টাসিড (antacid): যেসব ঔষধ বা রাসায়নিক পদার্থ অম্লকে প্রশমিত করে, তাদের বলা হয় অ্যান্টাসিড। অ্যান্টাসিড জাতীয় ঔষধ মূলত পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমনের মাধ্যমে পাচক রসের অন্তর্গত পেপসিনকে নিষ্ক্রিয় করে থাকে। বহুল ব্যবহৃত অ্যান্টাসিড সাধারণত অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম বা সোডিয়াম-এর ক্ষারীয় যৌগ। সাধারণত দু’টি যৌগের মিশ্রণ হিসাবে অ্যান্টাসিড ব্যবহৃত হয়। এই দু'টি যৌগ হল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়ামের ট্রাইসিলিকেট বা হাইড্রোক্সাইড।
অ্যান্টাসিড প্রধানত পাকস্থলীর ডিওডিনামের আলসার এবং কখনো কখনো ডিসপেপসিয়া ও অনুরূপ অসুবিধায় ব্যবহৃত হয়। এক সময় খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট অ্যান্টাসিড হিসাবে প্রচলিত ছিল, কিন্তু নানা বিরূপ কারণে এখন আর এটি অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয় না।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions