এন্টেনা কি
অ্যান্টেনা (antena): একটি পরিবাহীর মধ্য দিয়ে যখন পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন বিদ্যুৎ-চৌম্বক তরঙ্গ ওখান থেকে চারিদিকের স্থানের (space) মধ্যে ছড়িয়ে পড়ে । এই তরঙ্গ বিদ্যুপ্রবাহের পরিবর্তনের ভঙ্গিটি বহন করে নিয়ে যায় । রেডিও বা টেলিভিশন সম্প্রচার এই নীতিতেই সম্ভব হয়। সম্প্রচারের সময় বিদ্যুৎ-চৌম্বক তরঙ্গ ছড়িয়ে | দেবার জন্য সুবিধাজনক যে বিদ্যুৎপরিবাহী ব্যবহার করা হয়, সেটি সম্প্রচার অ্যান্টেনা। সম্প্রচারিত তরঙ্গ যখন আমরা রেডিও বা টেলিভিশন সেটে গ্রহণ করি তখন অনুরূপ আর একটি অ্যান্টেনা ব্যবহার করি। এর উপর | বিদ্যুৎ-চৌম্বক তরঙ্গ এসে পড়লে এতে আদি। পরিবর্তনশীল প্রবাহের ভঙ্গিতে দুর্বল বিদ্যুৎপ্রবাহ সৃষ্টি হয়। এটি গ্রাহক অ্যান্টেনা। এই দু' রকম অ্যান্টেনার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই।
বহু অ্যান্টেনায় একটি মূলনীতি অনুসরণ করা হয় । যে বিদ্যুৎ-চৌম্বক তরঙ্গটি এটি সম্প্রচার বা গ্রহণ করবে, তার তরঙ্গদৈর্ঘ্যের অর্ধেকের সমান লম্বা একটি ধাতব দণ্ডই হয় অ্যান্টেনা। তবে এর ঠিক মাঝখানে একটু ফাক থাকে। ফাঁকের দুই পাশে দণ্ডের দুই অংশের সঙ্গে সংযুক্ত তার বেয়েই পরবর্তী তড়িৎপ্রবাহ প্রবাহিত হয় ।
টেলিভিশন গ্রাহকযন্ত্রে বাইরের অ্যান্টেনা বেশি জরুরি বলে টেলিভিশনের অ্যান্টেনা আমাদের চোখে পড়ে বেশি। টেলিভিশন সম্প্রচারে ব্যবহৃত তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত ছোট বলে মাঝখানে বিভক্ত খাটো দৈর্ঘ্যের একটি ধাতুদণ্ডই অ্যান্টেনার কাজ করে । অবশ্য এর সঙ্গে এর সামনে আরো একটি খাটো এবং পেছনে একটি দীর্ঘতর দণ্ড দেওয়া থাকতে পারে, যা তারসংযোগবিহীন। সামনেরটা তরঙ্গের পথনির্দেশক হিসাবে এবং পেছনেরটা এর প্রতিফলক হিসাবে কাজ করে । এতে টেলিভিশন টাওয়ারের (যার উপর সম্প্রচার অ্যান্টেনা থাকে) দিকে অভিমুখ করে সর্বোত্তমভাবে গ্রাহক অ্যান্টেনা ব্যবহার করা যায় । আজকাল সাধারণ রেডিওতে ভেতরেই একটি ফেরাইট দণ্ডের উপর কুণ্ডলী পাকানো তারের এক রকম অ্যান্টেনা থাকে। কুণ্ডলীর পাশটা (প্রান্ত নয়) যদি রেডিও সম্প্রচার অ্যান্টেনার দিকে থাকে, তাহলে সর্বোত্তম কাজ হয় ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions