এন্টিহিস্টামিন কি
অ্যান্টি-হিস্টামিনস (antihystamines): অ্যান্টি-হিস্টামিনস হল সেই সব ঔষধ যেগুলো শরীরে হিস্টামিন জাতীয় পদার্থের বিরুদ্ধে কাজ করে তাদের নিষ্ক্রিয় করে দেয়। হিস্টামিন শরীরের কোষের মধ্যেই থাকে। আঘাত পেলে, অ্যালার্জিতে এবং অন্যান্য অ্যান্টিজেন-অ্যান্টিবডি প্রতিক্রিয়ায় কোষের মধ্যে থাকা এই হিস্টামিন সক্রিয় হয়ে ওঠে এবং কোষ ভেঙে বেরিয়ে আসে। এর ফলে আক্রান্ত স্থান লাল হয়ে ফুলে যায় বা চুলকায় এবং ক্লোমনালির পেশি সঙ্কোচনের ফলে প্রতিক্রিয়া তীব্র হলে প্রাণহানিও ঘটতে পারে । | অ্যান্টি-হিস্টামিনগুলো হিস্টামিন-এর ক্রিয়া প্রতিরােধ করে। এরা প্রধানত তিন ভাগে কাজ করে। কোনো কোনো অ্যান্টি-হিস্টামিনের রয়েছে হিস্টামিনের বিপরীত ক্রিয়া । আবার কোনোটি হিস্টামিন যেখানে আক্রমণ করবে, সেসব জায়গা আগে থেকে দখল করে রাখে, ফলে হিস্টামিন সেখানে কাজ করতে পারে না। কিছু কিছু অ্যান্টি-হিস্টামিন কোষ থেকে হিস্টামিনকে বেরই হতে দেয় না। অ্যান্টি-হিস্টামিন হিসাবে বহু ব্যবহৃত ঔষধের মধ্যে রয়েছে ক্লোরফেনিরামিন, ডাইফেন হাইড্রামিন, প্রোমেথাজিন, সেট্রিজিন ইত্যাদি । সাধারণ লক্ষণ হিসাবে জ্বর, মাথাব্যথা, ক্লোমনালি সঙ্কোচনের ফলে শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions