Home » » ফসফরাস আবিষ্কার হয় কিভাবে জানুন!

ফসফরাস আবিষ্কার হয় কিভাবে জানুন!

ফসফরাস আবিষ্কার হয় কিভাবে জানুন!

ফসফরাস (1669) -হেনিং ব্যাণ্ড

মিশর দেশকে আরবী ভাষায় বলা হত অলকিমিয়া বা কালো মাটির দেশ। প্রাচীনকালে মিশরের মানুষ ধাতু নিয়ে যে গবেষণা করত তার নাম অ্যালকেমি বা কিমিয়া বিদ্যা। যারা এই বিদ্যাচর্চা করতেন তারা ছিলেন অ্যালকেমিস্ট। এই অ্যালকেমিস্টরাই একসময় কোনো এক যৌগিক থেকে ফসফরাসকে নিষ্কাশন করার পদ্ধতি বের করেছিলেন। কিন্তু সে পদ্ধতি গোপনই ছিল। | ফসফরাসকে মৌলিক পদার্থ হিসাবে প্রকৃতিতে পাওয়া যায় না কারণ। ফসফরাস খুব সহজে বায়ুতে জারিত হয়ে যায়।

১৬৬৯ সালে হামবুর্গের বিজ্ঞানী হেনিং ব্ৰাণ্ড মানুষের মূত্র নিয়ে গবেষণা , করছিলেন। একদিন তিনি মূত্রের জলীয় অংশকে বাষ্পীভূত করে গাঢ় তরলে পরিণত করলেন। এবার সেই গাঢ় তরলকে বালি ও কাঠকয়লা দিয়ে পুড়িয়ে পাতিত করে পেলেন লাল রঙের এক তরল পদার্থ। এই পদার্থটিকেও পাতন করে তিনি বক যন্ত্রের তলায় কালো রঙের একটি পদার্থের অধঃক্ষেপ পেলেন, এ সময় তিনি বক যন্ত্রের গায়ে সাদা রঙের আলোক বিকিরণ ক্ষমতাসম্পন্ন একটি পদার্থকে জমা হতে দেখেন। তিনি অনুপ্রভাসৃষ্টিকারী অর্থাৎ ফসফোরেসেন্স ক্ষমতাযুক্ত এই পদার্থটির নাম দেন ফসফরাস। রসায়ন বিজ্ঞানে ঐ মৌলিক পদার্থটি চিহ্নিত হয় ‘পি' অক্ষরে। 

হেনিং ব্ৰাণ্ডের পর ১৭৭১ সালে বিজ্ঞানী গ্যান প্রাণীর অস্থি থেকে ফসফরাস নিষ্কাশন করেন। জানা যায় প্রাণীর অস্থির প্রধান উপাদান হল ফসফরাস। জীবদেহের মাংসপেশী, জীবকোষ, স্নায়ু অস্থিমজ্জা, মস্তিষ্ক সবকিছুতেই ফসফরাস থাকে।

হেনিং ব্রা মনে করেছিলেন ফসফরাস বুঝি কেবলমাত্র সাদা রঙেরই হয়। কিন্তু ১৮৩৭ সালে স্রোইটের নামের এক বিজ্ঞানী বাতাসের অনুপস্থিতিতে সাদা ফসফরাসকে ৩০০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করে লাল ফসফরাস পান। পরীক্ষা করে দেখা যায় এটি বাতাসে দাহ্য নয়। ১৯৩৪ সালে পি ব্রিজম্যান নামক বিজ্ঞানী উচ্চচাপে ফসফরাসকে উত্তপ্ত করে কালো রঙের ফসফরাস তৈরী করেন। অর্থাৎ মৌলিক পদার্থ রূপে ফসফরাসকে সাদা, লাল, কালো তিন রঙে পাওয়া যায়। | মৌলিক পদার্থ রূপে ফসফরাস অত্যন্ত বিষাক্ত। সাদা ফসফরাস সবচেয়ে বেশী বিষাক্ত। ফসফরাস ঘটিত খাদ্য আমাদের দেহে প্রয়োজনীয়, ডিমের কুসুম, মাংসের হাড় ও মজ্জায় এবং সামুদ্রিক মাছে প্রচুর ফসফরাস থাকে।

সমুদ্রের জলে ফসফরাস থাকে বলে রাতের সমুদ্রের ঢেউ ঝকমক করে। জোনাকির দেহে ফসফরাসের যৌগ লুসিফেরিন থাকার জন্য রাত্রে জোনাকির গা থেকে নীলাভ আলো বিকিরিত হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *