ব্লটিং পেপার উদ্ভাবনের ইতিহাস
ব্লটিং পেপার: উনবিংশ শতাব্দীতে ইংলণ্ডের বার্কশায়ারের ওয়েলিংফোর্ডের কিছুদূরে হ্যাগবোর্ন নামে এক জায়গায় একটি কাগজ তৈরীর কারখানা ছিল। কাগজ তৈরীর জন্য লাগে কাঠের মণ্ড, তার সাথে আরো কিছু জিনিস মিশিয়ে তবেই কাগজ তৈরী হয়। একদিন কারখানার মালিক ভুল করে কাঠের মণ্ডের সাথে প্রয়োজনীয় জিনিসগুলি না মিশিয়েই কাগজ কলে পাঠিয়ে দিলেন। ফলে যখন কাগজের নমুনা এল তাঁর কাছে, তখন তো তাঁর মাথায় হাত। কি অমসৃন কাগজ, লিখতে গেলে লেখা ধেবড়ে যাচ্ছে। এত কাগজ চোখের সামনে নষ্ট হয়ে যাবে! তাই মালিক ভাবতে লাগলেন কি কাজে লাগানো যায় এ কাগজকে। কাগজটাকে টেনে নিয়ে যতবার তিনি কালি দিয়ে লিখতে যাচ্ছিলেন ততবারই সেই কালি শুষে নিয়ে কাগজটা ভিজে উঠছিল আর লেখাটাও বিশ্রী হয়ে যাচ্ছিল। হঠাৎ তাঁর কলমের আগায় কিছুটা কালি এসে যেতে তিনি সেই কালিটা কাগজে ঠেকিয়েছেন অমনি কাগজটা ধীরে ধীরে শুষে নিতে লাগল সেই কালিকে, তখন সেই মালিক ভদ্রলোকটি ভাবলেন কাগজটাকে লেখার কাজে ব্যবহার না করে কালি শােষণের কাজেও তো ব্যবহার করা যায়। নিশ্চয়ই এতে সকলের সুবিধা নতুন আবিষ্কৃত এই কাগজের গুণাগুণ প্রচার করে তিনি বাজারে ছাড়লেন। চাহিদাও বেড়ে গেল খুব, নতুন আবিষ্কৃত এই কাগজটির নাম দেওয়া হল ব্লটিং পেপার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions