সেলাই মেশিন আবিষ্কারের ইতিহাস
সেলাই কল (১৮৫৪)
-এলিয়াস হাউস (১৮১৯-১৮৬৭)
সেলাই মেশিন বানানোর ইতিহাস শুরু হয়েছিল দীর্ঘকাল ধরে। প্রথম সেলাই মেশিন তৈরী করেছিলেন ১৭৯০ সালে ইংলণ্ডের টমাস সেন্ট। এই কলে অবশ্য কেবল চামড়া সেলাই হত। কাপড় সেলাই করার কল প্রথম বানালেন ফরাসী দরজী টিমোমনিয়ার। আশিটি কল তৈরী করে তিনি একটি কাপড় সেলাই-এর কারখানাও খুলেছিলেন কিন্তু সাধারণ দরজীরা কলের বাহাদুরীকে মেনে নিতে পারল না। নষ্ট করে দিল তারা কারখানাটাকে। ১৮৩৩ সালে আমেরিকার ওয়ালটার হান্টও উন্নত ধরনের সেলাই মেশিন তৈরী করলেন। কিন্তু তিনি জনসাধারণকে জানালেন না তার আবিষ্কারের কথা। ফলে অজানাই রয়ে গেল তার সেলাই কল।।
এর কয়েক বছর পরে সেলাই মেশিনের ইতিহাসে সাহসের সাথে এগিয়ে এলেন এক দরিদ্র আমেরিকান কৃষক এলিয়াস হাউস। তিন সন্তানের পিতা এলিয়াসের সংসারে নিত্য অভাব। তাই তাঁর স্ত্রীকেও জামা সেলাই করে টাকা রোজগার করতে হত। গভীর রাত পর্যন্ত স্ত্রী সেলাই করেন। অথচ হাতে পান গুটি কয়েক টাকা। স্ত্রীর পরিশ্রম কমানোর ভাবনা থেকেই সেলাই কল বানাবার চিন্তাটা মাথায় আসে এলিয়াসের। সংসারই চলে না, সেলাই মেশিন বানাবার পয়সা কোথায়। তাই এলিয়াস ছুটে গেলেন বন্ধু জর্জ ফিশারের কাছে।
১৮৪৪ সালের ডিসেম্বর মাস থেকে এলিয়াস সেলাই মেশিন বানাবার চেষ্টা করে যেতে লাগলেন। প্রায় সবটা বানিয়ে ফেললেও একটা বিষয়ে মুক্তিলে পড়ে গেলেন তিনি। যে সূচ দিয়ে সেলাই করা হয় তার পেছনের ফুটোয় সুতো পরিয়ে আমরা সেলাই করি। কিন্তু সূচের সুতোটা যদি পিছনে থাকে তবে সেলাই মেশিনে সেলাই হবে কি করে? কয়েক বছর ধরে তিনি কোনো উপায় বের করতে পারলেন না। একদিন তিনি দেখলেন একটা অদ্ভুত স্বপ্ন।
এক অসভ্যদৈশের রাজা এলিয়াসকে বন্দী করে নিয়ে এসে হুকুম করলেন | সেলাই মেশিন বানিয়ে দিতে হবে। নাহলে মৃত্যুদণ্ড। কিন্তু এলিয়াস তো একটুর জন্য সেলাই মেশিনটা পুরোপুরি বানাতে পারছেন না। তাই রাজার আদেশে সেপাই বল্লম নিয়ে মারতে এল তাঁকে। বল্লমটা যখন প্রায় ঠেকে এসেছে তার বুকের কাছে এমন সময় দেখলেন বল্লমের ফলকের মুখে একটা ছোট্ট ফুটো। ভয়ে ঘুম ভেঙে গেল তার, তখনি মনে হল যদি সূচেরও মুখের কাছে ফুটো করে সুতো পরানো যায় তাহলে কেমন হয় ?
১৮৫৪ সালে এপ্রিল মাসে সেলাই মেশিন পুরোপুরি বানিয়ে নিজের আর বন্ধু ফিশারের জন্য দুটো স্যুট বানিয়ে ফেললেন। এবার তিনি নামলেন প্রচারের কাজে। নানান ঝড়-ঝাপ্টার পর আলো দেখলেন। প্রচুর অর্থও রোজগার করতে লাগলেন সেলাই মেশিন থেকে। সেলাই মেশিনের আবিষ্কারক হিসাবে ছড়িয়ে পড়ল তাঁর নাম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions