ডিনামাইট এর আবিষ্কারক কে?
উত্তর: আলফ্রেড বার্ণাড নোবেল
ডিনামাইট আবিষ্কারের কাহিনী
ডিনামাইট (১৮৬২)
-আলফ্রেড বার্ণাড নোবেল (১৮৩৩-১৮৯৬)
সুইডিস দেশের লোক আলফ্রেড বার্ণাড নোবেলের বাবার ছিল টর্পোডো ও মাইন তৈরীর কারখানা। কিশোর আলফ্রেডের এ সব অস্ত্রশস্ত্র তৈরী করতে এতটুকু ভাল লাগত না। তার আগ্রহ ছিল রসায়ন ও কারিগরী বিদ্যায়।। | ইতালি দেশের রসায়নবিদ সোব্রেরা ১৮৪৭ সালে নাইট্রোগ্লিসারিন নামে একটি রাসায়নিক পদার্থ আবিষ্কার করেছিলেন। এই নাইট্রোগ্লিসারিন তৈরী হত গ্লিসারিন-এর সঙ্গে নাইট্রিক অ্যাসিড ও ধূমায়মান সালফিউরিক অ্যাসিড মিশিয়ে। এটি ছিল তরল পদার্থ, একটু গরম হলে বা নাড়াচাড়া করলেই বিস্ফোরণ ঘটে যেত। এই নাইট্রোগ্লিসারিণকেই উৎপাদন করে বিক্রি করতেন আলফ্রেড বার্ণাড নোবেল।
নাইট্রোগ্লিসারিনের মত বিস্ফোরক পদার্থকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো খুব অসুবিধা হত। তাই আলফ্রেড নোবেল এই নাইট্রোগ্লিসারিনকে যাতে নিরাপদে ব্যবহার করা যায় তার জন্য গবেষণা শুরু করলেন। হঠাৎই ১৮৬২ সালে একদিন গবেষণা করতে গিয়ে পেয়ে গেলেন নাইট্রোগ্লিসারিনকে নিরাপদে ব্যবহার করার উপায়। নাইট্রোগ্লিসারিনকে কোনো শোষক পদার্থ দিয়ে শোষণ করলে সেটির বিস্ফোরক ক্ষমতা পুরোপুরি বজায় থাকে অথচ তাকে নিরাপদে ব্যবহার করা যায়। এই শোষক পদার্থের সন্ধান চালাতে গিয়েই তিনি পেলেন কিসেলগার নামক এক প্রকার বেলেমাটি। কিসেলগার শোষিত নাইট্রোগ্লিসারিনের নাম দেওয়া হল গার ডিনামাইট। কিসেলগারের চেয়েও উন্নত শোষক খুঁজতে গিয়ে ১৮৬৭ সালে আলফ্রেড নোবেল পেলেন সোরা। সোরা যেমন উন্নত শোষক তেমনি তাতে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকায় নাইট্রোগ্লিসারিনের বিস্ফোরক ক্ষমতাও বেড়ে যায়। তাই সোরা শোষিত নাইট্রোগ্লিসারিন আরো উন্নত ডিনামাইটে পরিণত হল। এরপর একে একে আবিষ্কৃত হয় অ্যামোনিয়াম ডিনামাইট, ব্যালিস্টাইন ডিনামাইট। এরপর নাইট্রোসেলুলোজের সঙ্গে নাইট্রোগ্লিসারিন মিশিয়ে ব্লাস্টিং জিলাটিন তৈরী করলেন। | সারাজীবনে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন নোবেল এই ডিনামাইট তৈরী করে। একসময় তিনি দেখলেন তার আবিষ্কৃত ডিনামাইটকে মানুষ কল্যাণের কাজে লাগাবার কথা না ভেবে মারাত্মক অস্ত্র হিসাবে ব্যবহার করার কথা ভাবছে। তখন তিনি ভেবেছিলেন তাঁর সঞ্চিত অর্থ মানুষের কল্যাণে নিয়োজিত মানুষদের স্বীকৃতির কাজে লাগাবেন। তাঁর সেই অর্থ থেকেই প্রতিবছর সুইডিশ একাডেমী বৈজ্ঞানিক আবিষ্কার, সেরা সাহিত্য কর্ম ও শান্তির উদ্দেশ্যে কাজের জন্য পুরস্কার দেয়, যার নাম হলো নোবেল পুরস্কার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions