ক্লোরোফর্ম আবিষ্কার করার ইতিহাস
ক্লোরোফর্ম (১৮৪৭)
-জেমস ইয়ং সিমসন (১৮১১-)
আগেকার দিনে অস্ত্র চিকিৎসা ছিল এক ভয়াবহ ব্যাপার। আফিং বা মদ খাইয়ে রোগীর বোধ শক্তি অবশ করে রেখে অস্ত্র চিকিৎসা করা প্রচলিত ছিল। কিন্তু ওই নেশা একবার ধরে গেলে রোগীর জীবনের সর্বনাশ ঘটে যেত। ১৭৯৯ সালে হামফ্রে ডেভি নামক এক ইংরেজ বৈজ্ঞানিক নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস আবিষ্কার করেন। এই লাফিং গ্যাস নিঃশ্বাসের সাথে নিলে ঘাড়ে মাথায় সুর সুর করে ওঠায় হাসি পেত। ডেভি লক্ষ্য করলেন। এই গ্যাস একটু বেশী করে যদি মানুষ টানে তবে অল্প কিছুক্ষণের জন্য মানুষ অজ্ঞান হয়ে যায়। এই গ্যাস প্রয়োগ করে অস্ত্র চিকিৎসা করলে বেশী রক্তপাত হত বলে অস্ত্র চিকিৎসকরা এই গ্যাস ব্যবহার করতে চাইত না।
১৮৩১ সালে জার্মানীতে লিবিগ, প্যারীতে সুবেঁরা ও আমেরিকায় গুথরী : ক্লোরফর্ম নামে এক জৈব তরল পদার্থ আবিষ্কার করেন। ক্লোরোফর্মের রাসায়নিক নাম ট্রাইক্লারো মিথেন। পদার্থটির মিষ্টি গন্ধ , স্ফুটনাঙ্ক ৬১ ডিগ্রী সেলসিয়াস। ইথাইল অ্যালকোহলকে ব্লিচিং পাউডার ও জল দিয়ে ফোটালে ক্লোরোফর্ম উৎপন্ন হয়। ক্লোরোফর্ম আবিষ্কৃত হলেও অস্ত্র চিকিৎসায় চেতনানাশক পদার্থ রূপে তার ব্যবহার শুরু হল না। | ১৮৪৬ খ্রীঃ আমেরিকার ডাক্তার মর্টন সালফিউরাস ইথার এর সাহায্যে বিনা যন্ত্রণায় অস্ত্র চিকিৎসা করলেন। ১৮৪০ সালে আমেরিকার দুই দন্ত চিকিৎসক ডাঃ হোরাস ওয়েলস ও ডঃ বি লাফিং গ্যাসের সাহায্যে বিনা যন্ত্রণায় দাঁত তুলে ডেভির পরীক্ষার সত্যতা প্রমাণ করে দেখালেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions