Home » » আয়োডিন আবিষ্কার হয় কিভাবে?

আয়োডিন আবিষ্কার হয় কিভাবে?

আয়োডিন আবিষ্কার হয় কিভাবে?

আয়োডিন (১৮১১) -বার্নার্ড কোটিস

১৮১১ সাল। তখন ফরাসী দেশের শাসনকার্য ফরাসী সম্রাট নেপোলিয়নের হাতে। নেপোলিয়ন ছিলেন যুদ্ধপ্রেমী। দেশের বিজ্ঞানীদের উন্নত ধরণের গোলাবারুদ তৈরীর জন্য তিনি উৎসাহ দিতেন। এই গোলাবারুদ তৈরীর জন্য সেরা খুবই অপরিহার্য। ফরাসী রসায়নবিদ বার্নার্ড কোটিস সামুদ্রিক উদ্ভিদ থেকে সোরা পাওয়া যায় কিনা সে নিয়ে পরীক্ষা করছিলেন। কিন্তু বহু পরীক্ষা করেও তিনি সোরা পেলেন না। তার বদলে পেয়ে গেলেন আয়োডিন। যেটি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান।

মানুষের দেহে অনেকগুলি গ্ল্যাণ্ড থাকে। গলার সামনে যে গ্ল্যাণ্ড থাকে তাকে বলে থাইরয়েড গ্ল্যাণ্ড। এই গ্ল্যাণ্ডে থাইরয়েড হর্মোন নামে এক ধরনের রস তৈরী হয়। এই রস শরীরের প্রত্যেকটি কোষের কার্যক্ষমতা রক্ষা করে। শরীরে আয়োডিনের পরিমাণ কমে গেলে থাইরয়েড হর্মোনের পরিমাণও কমে যায়।

বিংশ শতাব্দীর প্রথমদিকে মার্কিন বিজ্ঞানী ডেভিড মেরিণ বলেন আয়োডিনের অভাবে থাইরয়েড হর্মোন কমে যাওয়ায় শরীরের কোষ গুলি দুর্বল হয়ে পড়ে তাই গলগণ্ড রোগ হয়। মানব দেহের দৈনিক এক মিলিগ্রামের দশ ভাগের এক ভাগ আয়োডিন দরকার হয়। এই আয়োডিন পাওয়া যায় ফল,শাকসজী, গরু-মোষের দুধ থেকে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *