জুমার দিনের আমল
১, অন্য দিনের তুলনায় ফজরের সময় ঘুম থেকে আগে উঠা ।
২. গোসল করা।
৩. উত্তম ও পরিস্কার কাপড় পরিধান করা।
৪. পায়ে হেঁটে মসজিদে যাওয়া ।
৫. ইমাম সাহেবের কাছাকাছি বসা।
৬. মনোযোগ সহকারে খুতবা শোনা।
৭. খুতবার সময় কোনরূপ কাজ না করা বা কথা না বলা।
৮. আতর বা খুশবু লাগানো।
৯. সূরা কাহাফ তিলাওয়াত করা। (জুমুআর নামাযের আগে হোক বা পরে।)।
১০. জুমুআর দিন বেশী বেশী দুরূদ শরীফ পাঠ করা ও বেশী বেশী যিকির করা মোস্তাহাব। হাদীছ শরীফে জুমুআর দিন ও জুমুআর রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) হলে বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশী বেশী দুরূদ শরীফ পাঠের কথা বর্ণিত হয়েছে।
১১. দুই খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দু'আ করা।
১২. সূর্য ডোবার কিছুক্ষণ পূর্ব হতে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে যিকির, তাসবীহ ও দু'আয় লিপ্ত থাকা।
১৩, জুমুআর দিন চুল কাটা, নখ কাটা, বগল ও নাভির নীচের পশম সাফ করা।
১৪. জুমুআর দিন জুমুআর নামাযের জন্য যত শীঘ্র মসজিদে যাবে তত বেশী ছওয়াব হবে। সর্বপ্রথম যে যাবে একটা উট কুরবানীর ছওয়াব পাবে। তারপরের জন একটা গাভী কুরবানীর, তারপরের জন দুম্বা কুরবানীর, তারপরের জন একটা মুরগি দানের এবং তারপরের জন একটা ডিম দানের ছওয়াব পাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions