অস্থি কি
অস্থি (bone): অস্থি বা হাড় দেহের অন্যতম সংযোজক কলা। দেহের মধ্যে সবচেয়ে কঠিন এই কোষকলা অস্থিকোষ ও আন্তঃকৌষিক উপাদানে তৈরি । শেষোক্ত অংশ কোলাজেন ও ক্যালসিয়াম ফসফেট দ্বারা গঠিত। অস্থির কঠিন আবরণটির নাম ‘পেরিঅস্টিয়াম'। কাঠিন্য অনুযায়ী অস্থি কঠিন ও স্পঞ্জি এই দুই ভাগে বিভক্ত। অস্থিকোষ তিন ধরনের গঠনকর্তা, রক্ষাকর্তা ও বিনাশকর্তা; এদের নাম যথাক্রমে অস্টিয়োরাস্ট, অস্টিয়োসাইট এবং অস্টিয়োক্লাস্ট। এই তিনের সমন্বিত ক্রিয়া অস্থির গঠন ও সংরক্ষণ নিশ্চিত করে।
অস্থির কাজ একাধিক। দেহকাঠামো গঠনের মাধ্যমে দৈহিক আকৃতি বজায় রাখা, গুরুত্বপূর্ণ দেহযন্ত্রকে (যেমন মস্তিষ্ক) সুরক্ষিত অবস্থানে রাখা, খনিজ পদার্থের (যেমন ক্যালসিয়াম, ফসফরাস) উৎস হিসাবে কাজ করা, রক্তকোষ তৈরির উৎস লোহিত মজ্জা ধারণ, পেশি চালনায় সাহায্য করা ইত্যাদি। অস্থিগঠন এবং অস্থিসংক্রান্ত যাবতীয় অনুশীলন অস্থিবিদ্যার অন্তর্গত। অস্থির উল্লেখযোগ্য রোগের মধ্যে রয়েছে অস্থির টিউমার, ক্যান্সার ও যক্ষ্মা, রিকেটস, অস্টিওমায়েলাইটিস ইত্যাদি।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions