১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল
পূর্ব বাংলার রাজনৈতিক আন্দোলন ও জাতীয়তাবাদের জাগরণের ক্ষেত্রে ১৯৫৪ সালের প্রাদেশিক সাধারণ নির্বাচন ও যুক্তফ্রন্ট গঠন পূর্ব বাংলার রাজনৈতিক ইতিহাসে অতীব গুরুত্বপূর্ণ ঘটনা। যুক্তফ্রন্ট হচ্ছে ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের বিরূদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য কয়েকটি বিরোধী দলের সমন্বয়ে গড়ে উঠা ঐক্যজোট। যুক্তফ্রন্ট এ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন মুসলীম লীগ সরকারকে পরাজিত করে পূর্ব বাংলায় তাদের দাবি প্রতিষ্ঠিত করেন। ১৯৫৪ সালের নির্বাচন তথা ২১ দফার ভিত্তিতে যুক্তফ্রন্টের ব্যপক সাফল্য জাতির ইতিহাসে এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা। পশ্চিমা শাসক গোষ্ঠী বিভিন্নভাবে পূর্ব বাংলার প্রতি বৈষম্যমূলক ও উপনিবেশিক নীতি অনুসরণ করতে থাকে। ফলে সকল ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যবধান ক্রমশ বাড়তে থাকে। সংসদীয় গণতন্ত্রের সকল রীতিনীতিকে উপেক্ষা করে লিয়াকত আলী খান, সোহরাওয়ার্দীর পরিবর্তে খাজা নাজিমুদ্দিনকে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নিযুক্ত করেন। এর প্রতিবাদে মাওলানা ভাসানীর নেতৃত্বে ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ-এর জন্ম হয়। আওয়ামী মুসলিম লীগ বাঙালিদের দাবি দাওয়ার সাংগঠনিক মুখপাত্রে রূপান্তরিত হয়। অতঃপর মুসলিম লীগ সরকার কর্তৃক ১৯৫৪ সালের ১১ মার্চ পূর্ব বাংলা আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা করলে ১৯৫৩ সালের ৪ঠা ডিসেম্বর মুসলিম লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। শেরে বাংলা এ. কে. ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট ২১ দফার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions