সার্বভৌমত্ব কি? বা সার্বভৌমত্ব কাকে বলে?
সার্বভৌমত্ব (Sovereignty): রাষ্ট্র গঠনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের অর্থ সর্বোচ্চ এবং চরম ক্ষমতা যা অনমনীয়, অবিভাজ্য, একক এবং অদ্বিতীয়। সার্বভৌমত্ব নির্দেশ দেবার এবং আদেশ পালন করাবার সর্বোচ্চ পার্থিব ক্ষমতা। রাষ্ট্রের ভেতরে বা বাইরে সার্বভৌমত্বের উর্ধ্বে কোন আইনগত ক্ষমতা নেই এবং এর বিরুদ্ধে নালিশ করার মত উর্ধ্বতন ক্ষমতাও নেই। সাধারণত রাষ্ট্র সংগঠনের কষ্টিপাথর বলে সার্বভৌমত্বকে আখ্যায়িত করা হয়, উৎকৃষ্ট স্বর্ণ যেমন কষ্টিপাথরে যাচাই করা হয় ঠিক তেমনি রাষ্ট্রীয় ক্ষমতাকে যাচাই করতে হলে সার্বভৌম ক্ষমতার মানদন্ডে তাকে পরীক্ষা করতে হবে।
রাষ্ট্রের ভেতরে প্রত্যেক ব্যক্তি এবং প্রতিষ্ঠান যে ক্ষমতা মেনে চলে এবং না মেনে চললে দণ্ডনীয় হয় তাই অভ্যন্তরীণ সার্বভৌমত্ব। যে শক্তি বিদেশের কোন প্রকার নিয়ন্ত্রণ মানে না, তাকেই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বলে। এর বলেই রাষ্ট্র আইন প্রণয়ন করে এবং আইনকে দেশের সর্বক্ষেত্রে প্রয়ােগ করে। সুতরাং রাষ্ট্র গঠনে জনসমষ্টি, ভূ-খন্ড এবং সরকার হলেই চলবে না, রাষ্ট্রের প্রাণস্বরূপ সার্বভৌম ক্ষমতাও থাকতে হবে। তা না হলে রাষ্ট্র জনপদ বা উপনিবেশ অথবা অধীন রাজ্য বলে পরিগণিত হবে। ১৯৪৭ | খ্রিস্টাব্দের ১৪ই আগস্টের পূর্বে ভারতের অবস্থা ঠিক এমনি ছিল।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions