সরকার কাকে বলে?
সরকার (Government): সরকার রাষ্ট্রের আর একটি অপরিহার্য বৈশিষ্ট্য। কোন এক ভূ-খন্ডের উপর কতকগুলো লোক যদি বাস করে তা হলেও তাদের মধ্যে রাষ্ট্র সংগঠিত হবে না। তাদের মধ্যে সাধারণ উদ্দেশ্য থাকতে হবে, আইন ও শৃংখলার বন্ধন থাকতে হবে এবং সর্বোপরি একটি বিশিষ্ট প্রতিষ্ঠান থাকতে হবে যা শান্তি রক্ষা এবং শৃংখলা স্থাপন প্রভৃতি কাজের জন্য দায়ী থাকবে। সংক্ষেপে, তাই সরকার বা গভর্নমেন্ট।
সরকার রাষ্ট্রের সমবেত ইচ্ছার প্রতীকস্বরূপ। সরকারের মাধ্যমেই রাষ্ট্রের ইচ্ছা প্রকাশিত এবং কার্যকর হয়। যে কোন সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য পরিচালকমণ্ডলী প্রয়োজন। রাষ্ট্রীয় কর্মে এ পরিচালকমণ্ডলী হচ্ছে সরকার। সরকারের অনুপস্থিতিতে জনসাধারণ উচ্ছংখল হয়ে পড়ে। সরকারবিহীন অবস্থাকে ‘মাৎস্য ন্যায় বলা হয়। কারণ, সরকারের অনুপস্থিতিতে প্রবল দুর্বলকে ছলেবলে-কৌশলে কাহিল করে দেয়, যেমনভাবে পুকুরে বড় বড় মাছ ছোট ছোট মাছগুলো গিলে খায়।
‘সরকার' শব্দটি সংকীর্ণ অর্থে রাষ্ট্রপতিসহ মন্ত্রিমণ্ডলিকে বুঝায়। কিন্তু ব্যাপক অর্থে তা শাসকগোষ্ঠীর অন্তর্গত সকলকে বুঝায় যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। অন্য কথায়, যারা আইন প্রণয়ন করছেন, আইন সংরক্ষণের জন্য নিযুক্ত রয়েছেন এবং আইনের প্রয়োগ করে শান্তি-শৃংখলা রক্ষার দায়িত্ব গ্রহণ করছেন তাদের সমবেতভাবে সরকার' নামে আখ্যায়িত করা হয়। এই অর্থে গ্রাম্য চৌকিদার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সকলকেই সমবেতভাবে আমরা সরকার বলতে পারি।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions