সম্প্রদায় কি
সম্প্রদায় (Community): এরূপ জনসমষ্টি সমন্বয়ে সম্প্রদায় গঠিত হয় যারা একই রীতিনীতি, একই ধরনের আচার-ব্যবহার, একই ঐতিহ্য, একই সামাজিক আদর্শ ও স্বার্থে উদ্বুদ্ধ এবং একই সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে একত্রে বসবাস করে। অধ্যাপক জি. ডি. এইচ. কোল (G.D.H. Cole) সম্প্রদায়ের সংজ্ঞা দিতে গিয়ে এই কথারই প্রতিধ্বনি করেছেনঃ ‘সম্প্রদায় হলো সেই জনসমষ্টি, যা সতত পরিবর্তনশীল অথচ একই আচারঅনুষ্ঠান ও রীতি-নীতির মধ্যে বসবাস করে এবং যা একই আদর্শ ও স্বার্থে উদ্বুদ্ধ (“A number of human beings living together by a common, however, constantly changing stock of conventions, customs and conscious to some extent of common social objects and interests")
সম্প্রদায়ের বৈশিষ্ট্য:
(এক) সাধারণ জীবনধারা এবং জীবনাদর্শ, (দুই) একই ধরনের আচার ব্যবহার, একই প্রকারের সামাজিক আদর্শ ও স্বার্থ এবং একই ঐতিহ্য, (তিন) বিশেষ ঐক্যবোধযা দ্বারা সম্প্রদায়ের সকলে একত্রিত হতে পারে। গোত্র বা গোষ্ঠীকেও সম্প্রদায় বলা যায়। এর পরিধি বড় হতেও পারে, ছোট হওয়াতেও কোন অসুবিধা নেই। বিশ্বব্যাপী সম্প্রদায়ও কল্পনা করা সম্ভবপর, যেমনমুসলমান সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায়। সমাজের ন্যায় সম্প্রদায় ভূ-খণ্ডে সীমাবদ্ধ থাকে না, অথবা এতে রাজনৈতিক সংহতিরও প্রয়ােজন নেই। যা বিশেষ করে প্রয়ােজন তা হলো: সভ্যবৃন্দের সাধারণ উদ্দেশ্য এবং স্বার্থ সম্বন্ধে সচেতনতা। এ প্রসঙ্গে অধ্যাপক ম্যাক আইভার (Mac Iver) সম্প্রদায় সম্পর্কে যা বলেছেন তা প্রণিধানযােগ্য। তার মতে, “ঐক্যবদ্ধ জীবনযাপনকারী দলকে সম্প্রদায় বলা যায়। ঐক্যবদ্ধ জীবনযাত্রা এক বৈশিষ্ট্যপূর্ণ আচার-ব্যবহার এবং ঐতিহ্য সৃষ্টি করে” (“Any circle in which a common life is lived, within which people more or less freely relate themselves to one another in the various aspects of life and thus exhibit common social characteristics") তবে সব সময় মনে রাখতে হবে, সম্প্রদায় একটি প্রতিষ্ঠান বা দল নয়। সম্প্রদায় একটি সামাজিক সম্পর্কের বিন্যাস মাত্র- বিশিষ্ট ভাবধারায় ঐক্যবদ্ধ অনুভূতি।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions