সংঘ কি
সংঘ (Association): সংঘ বলতে আমরা বুঝি একদল লোককে-যারা স্বেচ্ছায় কোন বিশিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয় এবং প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলে বিশেষ পদ্ধতিতে কার্য উদ্ধারে মনোযোগী হয়। বিশ্ববিদ্যালয়কে সংঘ বলা যায়। ট্রেড ইউনিয়ন, রাজনৈতিক দল সংঘের উদাহরণ। পরিবারকেও সংঘ বলা যায়। অনেকে রাষ্ট্রকে বিশিষ্ট ধরনের সংঘ বলে অভিহিত করেন। সংঘের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে ম্যাক আইভার (Mac Iver) বলেছেন, “সংঘ হলো এমন একটি প্রতিষ্ঠান, যা তার সদস্যবৃন্দ স্বেচ্ছায় গড়ে তোলে বিশেষ কোন সমষ্টিগত উদ্দেশ্য সাধনের জন্য” (“An organisation deliberately formed for the collective pursuit of some interests or set of interests which the members of it share.")। সংঘ ক্ষণস্থায়ী হতে পারে, যেমন- ফুটবল ক্লাব বা থিয়েটার পার্টি। পরিবার বা রাষ্ট্রের মত সংঘগুলো চিরস্থায়ীও বটে।
সংঘের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো মনে রাখা প্রয়োজন: (এক) একদল লোক নির্দিষ্ট উদ্দেশ্য এবং স্বার্থে অনুপ্রাণিত। (দুই) উদ্দেশ্য সাধনের জন্য সচেষ্ট। (তিন) বিশেষ কতকগুলো আইন-কানুনের মাধ্যমে এবং আনুগত্য স্বীকার করে নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হবার বাসনা।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions