গণিত কাকে বলে?
আধুনিক বাংলা অভিধান অনুসারে গণ ধাতুর সাথে ইত প্রত্যয় যুক্ত হয়ে গণিত শব্দটির উৎপত্তি হয়েছে। ব্যুৎপত্তিগতভাবে গণিত শব্দের অর্থ গণনা করা বা হিসাব করা। এ ক্ষেত্রে এটি গণনাশাস্ত্র । ইংরেজি Mathematics শব্দটির বাংলা সমার্থক শব্দ গণিত। Mathematics শব্দটি গ্রীক শব্দ Mathema থেকে এসেছে যার অর্থ হিসাব করা বা গণনা করা। Oxford Dictionary অনুসারে Mathematics শব্দটির অর্থ হল- স্থান, সংখ্যা ও পরিমাণ সংক্রান্ত বিজ্ঞান (Mathematics is the science of space, numbers and quantity)। শুরুতে গণিত শব্দটি গণনা বা হিসাব করার সাথে সম্পর্কিত হলেও মানব সভ্যতার উন্নতির সাথে সাথে এর অর্থের ব্যাপকতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এখন বিষয় হিসাবে গণিতের অর্থ ব্যাপক। গণিতবিদদের কাজ হল মূর্ত বাস্তবতা থেকে গণিতের বিভিন্ন বিমূর্ত সূত্র উঘাটন করা। বিজ্ঞানের সমস্ত শাখায় গণিতের ব্যবহার রয়েছে। গণিতকে তাই বিজ্ঞানের ভাষা, সার্বজনিন ভাষা ও সমস্ত বিজ্ঞানের রাণী বলে ডাকা হয়।
গণিতের দর্শনের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে গণিতের সংজ্ঞায় বিভিন্নতা দেয়া যায়। বিধিগত দৃষ্টিকোণ থেকে গণিত হল। যুক্তিবিজ্ঞান ও বিশেষ প্রতীক-চিহ্নাদি ব্যবহার করে স্বতঃসিদ্ধ-রূপে সংজ্ঞায়িত বিমূর্ত গঠনসমূহের গবেষণা। আবার বাস্তবতাবাদী দৃষ্টিকোণ থেকে গণিত হল সেই সব বস্তু বা ধারণা নিয়ে গবেষণা, যা আমাদের যুক্তিনির্মাণ নির্বিশেষে যাদের স্বাধীন অস্তিত্ব আছে; অর্থাৎ গণিত বাস্তব জিনিসের গবেষণা। গণিত হল ‘চিত্র ও সংখ্যার গবেষণা', কিন্তু এটি গণিতের অত্যন্ত সরল একটি সংজ্ঞা। পরিমাণ, গঠন, পরিবর্তন ও স্থান বিষয়ক গবেষণাকে সাধারণত গণিত বলা হয়। এককভাবে একটি সাধারণ বা সবার জন্য গ্রহণযোগ্য সংজ্ঞা এখন পর্যন্ত কোন গণিতবিদ দিতে পারেননি। তবে বিভিন্ন গণিতবিদগণের দেয়া সংজ্ঞা আলাদাভাবে পর্যালোচনা করলে দেখা যায় প্রত্যেকটি সংজ্ঞা গণিতের সংজ্ঞা হিসাবে তাৎপর্যপূর্ণ।
নিম্নে কয়েকজন বিখ্যাত গণিতবিদের সংজ্ঞা উল্লেখ করা হল:
অ্যারিস্টটল গণিতকে সংজ্ঞায়িত করেন-, ‘পরিমাণ সংক্রান্ত বিজ্ঞান।
বেঞ্জামিন পায়ার্স এর মতে, ‘গণিত হচ্ছে এমন বিজ্ঞান যা প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে।
বাট্রান্ড রাসেল এর মতে,গণিত হচ্ছে প্রতীকীয় যুক্তিবিদ্যা (Mathematics is Symbolic Logic)।' |
হেনরি যুঙ এর মতে, যাবতীয় বিমূর্ত গাণিতিক পদ্ধতি ও তাদের বাস্তব প্রয়োগকেই গণিত বলে।
জন লক এর মতে, 'Mathematics is the way to settle in the mind and heart of reasoning.'
উপরোক্ত সংজ্ঞাগুলো পর্যালোচনা করলে আমরা বলতে পারি যে, গণিত হল:
০ সংখ্যাশাস্ত্রের বিজ্ঞান
০ প্রতীকমূলক ভাষা
০ যে বিজ্ঞান বিমূর্ত চিন্তনে সাহায্য করে
০ প্রয়োজনীয় ও নির্ভুল সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে
০ স্থান, সংখ্যা এবং পরিমাণ সম্পর্কিত বিজ্ঞান
০ যুক্তিগ্রাহ্য সিন্ধান্তের বিজ্ঞান
০ বিমূর্ত ধারণার সৌধ নির্মাণ এবং তাদের সম্পর্ক বিষয়ে পাঠ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions