Home » » কলকব্জা কি

কলকব্জা কি

কলকব্জা (Machinery)

কলকব্জা কি?

কোনো কিছু কার্যকর করার বা চালু রাখার ব্যবস্থাৰ্থে বিভিন্ন অংশ নিয়ে গঠিত যন্ত্রের সমষ্টি  সাজানো বা সুবিন্যস্ত করা। কিছু অংশ সাধারণত গতিযুক্ত থাকে, বাকি অংশ স্থির অবস্থায় থাকে আর চলন্ত অংশসমূহের জন্য কাঠামো হিসাবে কাজ করে। দুটি শব্দ ‘মেশিন’ এবং মেশিনারি শব্দগত অর্থে খুব কাছাকাছি—এমনকি সমার্থকও। মেশিনারি শব্দটি বহুবচনে ব্যবহৃত হয়—একাধিক যন্ত্রের বেলায় যা প্রযোজ্য। মেশিনারির অতি প্রচলিত উদাহরণ হচ্ছে মোটর গাড়ি, কাপড় ধোয়ার যন্ত্র, উড়োজাহাজ ইত্যাদি। যন্ত্রাংশের সংখ্যা এবং জটিলতা দিয়ে মেশিনারির বিচার বা এর পার্থক্য বুঝানো হয়।

মানুষের প্রচেষ্টায় যান্ত্রিক সুবিধা এনেছে কিছু কিছু যন্ত্র। অন্যান্য মেশিনারি এমন ধরনের কাজ করে যা মানুষ কোনো দিনই দীর্ঘক্ষণ ধরে করতে পারত না। মেশিন হচ্ছে বিভিন্ন অংশের জটিল সমাবেশ যার দ্বারা কার্য। সমাধা করা যায়। যে-কোনো ব্যাপারে প্রযুক্ত শক্তির তীব্রতা বৃদ্ধি এবং শক্তির দিক পরিবর্তন, অল্প একজাতীয় গতি বা তেজ  অন্যজাতীয় গতি বা তেজে পরিবর্তনে এটি ব্যবহারিকভাবে প্রয়োগ করা হয়। তাই ঠেস (lever), কপিকল, আনত সমতল, স্কু, চাকা ও অক্ষদণ্ড সরল মেশিন বা যন্ত্রমাত্র। মেশিনের যান্ত্রিক সুবিধা বলতে রোধ (বাধা) বা ভরের পরিমাণ এবং একে অতিক্রম করার প্রচেষ্টার পরিমাণের অনুপাত বুঝায়। যেহেতু ঘর্ষণ অতিক্রম করতে কিছু শক্তি প্রয়োজন, তাই এই অনুপাত সর্বতোভাবে রক্ষিত হয় না। প্রযুক্ত শক্তি যে দূরত্ব অতিক্রম করে তা উপরের অনুপাত দ্বারা পরিমাপ করা হয়। ঘর্ষণ উপস্থিত না থাকলে মেশিন যতটুকু কার্য করতে পারত তার তুলনায় শতকরা যে পরিমাণ কার্য মেশিন সমাধা করে তাকে মেশিনের কার্যকারিতা বা দক্ষতা বলা হয়। জটিল মেশিন সরল যন্ত্রসমূহের সমাবেশে সৃষ্ট। যে বিশেষ যন্ত্র অপর কোনো প্রকার শক্তি (তাপ) বা রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে ইঞ্জিন বলে।  যে মেশিনে ঘর্ষণজনিত শক্তি ক্ষয় যত কম সে মেশিন তত দক্ষ। ঘর্ষণহীন মেশিন ১০০% দক্ষ।

দক্ষতা

একটি কপিকলের সাহায্যে কুয়া থেকে জল তোলা সহজ হয়। শুধু প্রযুক্ত বলের দিক পরিবর্তনের কারণে। যেহেতু মেশিনারি হচ্ছে। উপযোগী বা প্রয়োজনীয় কাজ যা কোনো বস্তু এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার গতিশীল বা স্থিতিশীল যান্ত্রিক ব্যবস্থা, তাই কৃত কাজের প্রকৃতি অনুসারে নানা মেশিনের নানা রকম নাম হয়।। যেমন—সয়িং, ড্রিলিং, প্লেনিং, টার্নিং, লেদ মেশিন ইত্যাদি। ইলেকট্রিক মোটর বিদ্যুৎশক্তিকে যান্ত্রিক শক্তি বা গতিশক্তিতে রূপান্তরিত করে। আর জেনারেটর উচু থেকে পতনশীল জলের গতিশক্তিকে বা বাষ্পের তাপশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে।

কোনো ধাতব বস্তুকে আকৃতি দিতে বা তার চূড়ান্ত উৎকর্ষ সাধন করতে ব্যবহৃত শক্তিচালিত যান্ত্রিক ব্যবস্থা হচ্ছে মেশিন টুল। সব হমেশিন অপারেশনে মেশিন টুল ও কাৰ্যবস্তুর মধ্যে আপেক্ষিক গতি থাকে। কখনো টু গতিশীল হয়, কাৰ্যবস্তুটি স্থির থাকে। কখনো বা টুল স্থির থাকে, কাৰ্যবস্তু গতিশীল হয়। আবার কখনো দুটিই গতিশীল হয়। মৌলিক মেশিন অপারেশনগুলো হলো :

টার্নিং—চোঙ্গাকৃতি বস্তুকে আকার দেওয়া; তাপ সমান করা;

প্রেনিং—আয়তক্ষেত্রাকার সমতলকে মসৃণ করা; 

ড্রিলিং—ছিদ্র করা;  বোরিং—ছিদ্রকে চূড়ান্তকরণ; 

ব্রোটিং—তলকে পরিকল্পিত রেখা দেওয়া; থ্রেডিং বহিস্তলে প্যাঁচ কাটা;

ট্যাপিং—অন্তস্তলে প্যাঁচ কাটা; 

মিলিং—সমতল বস্তুকে আকৃতি দেওয়া;

সয়িং—মাপ অনুযায়ী বস্তুকে কাটা;

গ্রাইন্ডিং—ঘর্ষণ দ্বারা তল মসৃণ করা;  

গিয়ারকাটিং—গোলাকার হুইলে পাঁত কাটা; পালিশ করা 

হোনিং—শান দেওয়া।

অনেক মেশিনের নাম থেকেই তার কাজ বোঝা যায়। যা উপরের চৌদ্দটি ক্ষেত্রে পরিষ্কার।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *