ম্যাঙ্গানিজ (Manganese) / ম্যাঙ্গানিজ কি / ম্যাঙ্গানিজ এর ব্যবহার
ম্যাঙ্গানিজ :
ম্যাঙ্গানিজ একটি রাসায়নিক মৌল, প্রতীক Mn, পারমাণবিক সংখ্যা ২৫ এবং পারমাণবিক ভর ৫৪.৯৩৮০। পর্যায় সারণির প্রথম দীর্ঘ পিরিয়ডের অবস্থান্তর মৌলের একটি মৌল। পর্যায় সারণিতে ম্যাঙ্গানিজের আগে ক্রোমিয়াম ও পরে আয়রনের অবস্থান। এ দুটি ধাতু মৌলের কিছু সুনির্দিষ্ট ধর্মের সঙ্গে মাঙ্গানিজের ধর্মের মিল রয়েছে। বিশুদ্ধ ধাতু ও এর ব্যবহার সম্পর্কে তুলামূলকভাবে কম জানা গিয়েছে।
ম্যাঙ্গানিজ একটি রুপালি শুভ্র ধাতু। মৌলটির গলনাঙ্ক ১২৪৪°৩° সেলসিয়াস, স্ফুটনাঙ্ক ১৯৬২° সেলসিয়াস, বৈদ্যুতিক রোধাঙ্ক ৫.০x১০৮ ওহম, ২০° সেলসিয়াস তাপমাত্রায় আপেক্ষিক ঘনত্ব ৭,৩৯।
বাতাসে দ্রুত জারিত হয়ে ম্যাঙ্গানিজ বাদামি অক্সাইডের প্রলেপন তৈরি করে। উচ্চ তাপমাত্রায় মৌলটি সহজে জারিত হয়। এদিক থেকে ক্রোমিয়ামের চেয়ে আয়রনের সাথে ম্যাঙ্গানিজের সাদৃশ্য পরিলক্ষিত হয়। দেখুন: Transition elements। ম্যাঙ্গানিজ মোটামুটি সক্রিয় ধাতু। সংহত অবস্থায় ধাতুটি কিছুটা ধীরে বিক্রিয়া করে, কিন্তু গুড়া অবস্থায় সহজেই বিক্রিয়া করে এবং কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত দ্রুততার সঙ্গে বিক্রিয়া সম্পাদিত হয়। বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করা হলে গুড়া ম্যাঙ্গানিজ রেড অইড, Mn;0, উৎপন্ন করে। কক্ষ তাপমাত্রায় পানির সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন ও ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড, Mn(OH), উৎপন্ন করে। সক্রিয় ধাতু হওয়ার কারণে অ্যাসিডের সঙ্গে ম্যাঙ্গানিজের বিক্রিয়ার ফলে হাইড্রোজেন ও ম্যাঙ্গানিজ(II) লবণ উৎপন্ন হয়। উচ্চ তাপমাত্রায় হ্যালোজেন, সালফার, নাইট্রোজেন, কার্বন, সিলিকন, ফসফরাস ও বোরনের সাথে ম্যাঙ্গানিজ বিক্রিয়া বিভিন্ন প্রকারের ম্যাঙ্গানিজ যোগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ১+ থেকে ৭+ পর্যন্ত বিস্তৃত। তবে সাধারণ জারণ অবস্থাগুলো ২+, ৪+ ও ৭+LMn1) সম্বলিত যৌগ ব্যতীত ম্যাঙ্গানিজের অন্যান্য সকল যৌগ গাঢ় বর্ণের। উদাহরণস্বরূপ, পটাসিয়াম পারম্যাঙ্গানেট, KAn০, ও এর জলীয় দ্রবণে গাঢ়বেগুনি; পটাসিয়াম ম্যাঙ্গানেট KMnO, পানিতে গাঢ় সবুজ দ্রবণ তৈরি করে।
ম্যাঙ্গানিজের প্রধান আকরিকগুলো হলো পাইরোলুসাইট (pyrolusite) হউসমেনাইট এবং সাইলোমিলন (psilomelane); বিদ্যুৎ বিশ্লেষণ দ্বারা বিশুদ্ধ ম্যাঙ্গানিজ পাওয়া যায়। ম্যাঙ্গানিজ যৌগ শিল্পকারখানায় নানাবিধ কাজে ব্যবহৃত হয়। ম্যাঙ্গানিজ প্রধানত ইস্পাত উৎপাদনে ব্যবহৃত হয়। ব্রোঞ্জ (bronze) পিতল ও নিকেল সংকর তৈরিতে ম্যাঙ্গানিজ ব্যবহৃত হয়। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড একটি শুষ্ককারক বস্তু, রং ও বার্নিশে প্রভাবক, কাচ উৎপাদনে বিরঞ্জক বস্তু এবং শুষ্ক বৈদ্যুতিক কোযে (dry cell) ব্যবহৃত হয়। পটাসিয়াম পারম্যাঙ্গানেট বিরঞ্জন কাজে, তেল বিবর্ণকরণে ও জারক হিসাবে ব্যবহৃত হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions