Home » » ম্যান্ডারিন কমলা

ম্যান্ডারিন কমলা

ম্যান্ডারিন কমলা / Mandarin orange

ম্যান্ডারিন কমলা

ম্যান্ডারিন কমলা হলো দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের Rutaceae গােত্রের (কমলা ও লেবু গােত্র) Citrus reticulata প্রজাতি ও তার অনেক সঙ্কর ও প্রকরণগুলাে ম্যান্ডারিন নামে পরিচিত। এই গ্রুপের বক্ষ ও ফলগুলাের বৈশিষ্ট্যের মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায় এবং এই নামে অনেক জাতের কমলা ফলকে অন্তর্ভুক্ত করা হয়, যেমন, tangerine, King oranges, Temple oranges, tangelos (grapefruit Tangerine এর সঙ্কর), Satsuma orange এবং Calamondin (ম্যান্ডারিন ও kumquat এর সঙ্কর)। এটি এশিয়ার উদ্ভিদ; বর্তমানে অনেক দেশেই চাষ করা হয়।

যদিও ম্যান্ডারিন গ্রুপের কমলার মধ্যে tangerines সবচেয়ে বেশি চাষ করা হয়, তবুও অন্যান্য জাতের মধ্যে, যেমন, Temple orange, Murcott orange ও tangelos এবং তাদের অনেক প্রকরণও বাণিজ্যিকভাবে যথেষ্ট উৎপন্ন করা হয় ও এদের চাহিদাও যথেষ্ট।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *