Home » » স্তুপ পর্বত

স্তুপ পর্বত

স্তুপ পর্বত  / Massif  / স্তুপ পর্বত কাকে বলে / স্তুপ পর্বত কি

স্তুপ পর্বত :

স্তুপ পর্বত ভূ-ত্বকের একটি খণ্ড যা সাধারণত কেলাসিত নাইস প্রস্তর (gneiss) ও শিস্ট দিয়ে গঠিত। এর গ্ৰথন ও  পরিবেষ্টিত শিলার গ্ৰথনের মধ্যে সাধারণত লক্ষণীয় পার্থক্য পরিলক্ষিত হয়। স্তুপ পর্বতের ক্ষেত্রীয় বিস্তার এবং গুরুত্বপূর্ণ। ভূসংস্থানিক ভূ-প্রকৃতি সীমিত। গাঠনিক দিক থেকে স্তুপ পর্বত একটি  উর্ভাজের কেন্দ্র তৈরি করতে পারে বা বিচ্যুত ভূমি দ্বারা সীমাবদ্ধ  থাকতে পারে। যে কোনো ক্ষেত্রেই উৎপত্তির চূড়ান্ত ধাপে একটি স্তুপ পর্বত তুলনামূলকভাবে সমসাত্ত্বিক ভূগঠন সংক্রান্ত একক হিসাবে কাজ করে। এই ভূগঠন সংক্রান্ত একক কোনো কোনো ক্ষেত্রে এর  চতুষ্পশ্বস্থ গঠন নিয়ন্ত্রণ করে। স্তুপ-পর্বতে অসংখ্য অভ্যন্তরীণ জটিল গঠন থাকতে পারে যাদের অনেকগুলোই স্তুপ পর্বত গঠনের সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু এসব গঠন পূর্ববতী রূপবিকৃতির চিহ্ন  মাত্র।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *