Mechanics / বলবিদ্যা /মেকানিকস বা যন্ত্রবিদ্যা / বলবিদ্যা কি / বলবিদ্যা কাকে বলে
বলবিদ্যা :
আদি অর্থে মেকানিকস দ্বারা এক বা একাধিক বলের অধীনে সুব্যবস্থাদির আচরণ অনুশীলন ভিত্তিক বিদ্যাকে বুঝানো হতো। এই অর্থে অবশ্যই বিষয়টিকে আমরা বাংলায় বলবিদ্যা বলতে পারি। সুব্যবস্থাদির শ্রেণি বা জাত এবং তৎসংশ্লিষ্ট অন্তর্ভুক্ত প্রতিভাস অনুসারে বলবিদ্যাকে বিভক্ত করা যায়।
একটি গুরুত্বপূর্ণ শ্রেণিভেদ গড়ে উঠেছে সুব্যবস্থাটির আয়তনের ভিত্তিতে। যেসব সুব্যবস্থা যথেষ্ট বৃহৎ তাদের বর্ণনা যথাযথভাবে প্রদান সম্ভব চিরায়ত বলবিদ্যার (classical mechanics) নিউটনের সূত্রাদির মাধ্যমে। উদাহরণস্বরূপ এই শ্রেণিতে পড়ে খ-বলবিদ্যা (celestial mechanics) এবং প্রবাহ বা ফ্লুয়িড বলবিদ্যা (fluid mechanics)। খ-বলবিদ্যা জ্যোতিষ্কমণ্ডলীর গতি সম্পর্কিত বিষয় নিয়ে অনুশীলন করে। অন্যদিকে, আণুবীক্ষণিক মাত্রার সুব্যবস্থাদির আচরণ কেবলমাত্র কোয়ান্টাম বলবিদ্যার (quantum mechanics) ধারণা ও গাণিতিক পদ্ধতির মাধ্যমে অনুধাবন করা যেতে পারে। এ ধরনের সুব্যবস্থার উদাহরণ হলো : অণু, পরমাণু, এবং পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস।
বলবিদ্যাকে আবার অ-আপেক্ষকতত্ত্বীয় (non-relativistic) ও আপেক্ষিকতত্ত্বীয় (relativistic) এর ভিত্তিতে ভাগ করা যায়; যখন কোনো সুব্যবস্থা আলোর গতির সাথে তুলনীয় দ্রুতিতে চলমান সে ক্ষেত্রে শেষােক্ত বলবিদ্যা প্রযুক্ত হবে। এই পার্থক্য চিরায়ত ও কোয়ান্টাম বলবিদ্যা দুটি শাখাতে সমভাবে প্রযোজ্য।
সবশেষে আমরা সংখ্যায়নিক বলবিদ্যার (statistical mechanics) কথা উল্লেখ করতে চাই। এই বলবিদ্যাগত পদ্ধতি সদৃশ উপব্যবস্থা (subsystems) নিয়ে গঠিত একটি বৃহৎ সুব্যবস্থার বিভিন্ন প্রকৃতির স্থলমাত্রিক (macroscopic) ধর্ম নির্ধারণে ব্যবহৃত হয়। এ পদ্ধতিকে চিরায়ত এবং কোয়ান্টাম সুব্যবস্থা উভয় ক্ষেত্রেই প্রয়ােগ করা যেতে পারে। এখানে উল্লেখ করা যেতে পারে চিরায়ত। কণিকা সমষ্টি নিয়ে গঠিত সুব্যবস্থা সাধারণভাবে ম্যাক্সওয়েল বোলৎসম্যান সংখ্যায়ন (Maxwell-Boltzman statistics) মেনে চলে; অন্যদিকে বোসন কণিকা সমন্বয়ে গঠিত এবং ফার্মি কণিকা সমন্বয়ে গঠিত সুব্যবস্থাসমূহ যথাক্রমে বোস-আইনস্টাইন সংখ্যায়ন বিধি এবং ফার্মি-ডিরাক সংখ্যায়ন বিধি মেনে চলে। বোসন কণিকা ও ফার্মি কণিকাদের বলা হয় কোয়ান্টাম কণিকা। এদের বৈশিষ্ট্য হলো একই জাতের কণিকাসমষ্টি অবিকল একই এবং অপার্থক্যযোগ্য। বোসন কণিকার ঘূর্ণন হলো এর পূর্ণসংখ্যক অথবা শূন্য, অন্যদিকে ফার্মি কণিকার ঘূর্ণন হলো h/2 বা এর অযুগ্ম সংখ্যক গুণিতক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions